জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

শনিবার, ২৯ আগস্ট, ২০১৫



মানুষের লোভের শিকাড় ১১০০ বাঙ্গালীর জীবন

মোঃ ওমর ফারুক রবিন,ক্রাইম ডায়রি,২৯/৮/১৫ইং,ঢাকাঃ

লোভ মানুষের জন্য সর্বনাশা হতে পারে তার প্রমান ২০১৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়ে প্রায় এক হাজার একশ জনের বেশি বাংলাদেশি এবং রোহিঙ্গা মারা গেছে বিদেশ যাবার প্রতিযোগীতায়। এছাড়া চলতি বছরের মে মাস পর্যন্ত অনাহারে, পানিশূন্যতায়, রোগে এবং পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে জাহাজ থেকে পালিয়ে সমুদ্রে ৭০ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা গতকাল এ তথ্য জানায়। জাতিসংঘ উদ্বাস্তুবিষয়ক সংস্থা এপ্রিল-জুন মাসের ত্রৈমাসিক প্রতিবেদনে জানায়, জাহাজ থেকে পালিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ডুবে মারা যায় ও অনেকে নিখোঁজ হয়। এশিয়ার অভিবাসী সমস্যা পর্যবেক্ষণকারী মালয়েশিয়ায় অবস্থিত অঞ্চলভিত্তিক এনজিও ক্যারাম এশিয়া গত জুন মাসে জানায়, অনুমানিক পাঁচ শতাধিক বাংলাদেশি নিখোঁজ রয়েছে। মে মাসের প্রথম দিকে থাই কর্তৃপক্ষ অবৈধ অভিবাসী প্রবেশ বন্ধের জন্য অভিযানে নামলে এবং থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া নৌকায় ভাসমান এ উদ্বাস্তুদের নিজের দেশে স্থান না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এসব মানুষ মারা যান। কিছু কিছু ক্ষেত্রে মানবপাচারকারীদের পরিত্যক্ত কিছু জাহাজ অভিবাসীসহ গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে অবশ্য এ দেশগুলো প্রায় চার হাজার বাংলাদেশি এবং রোহিঙ্গাকে উদ্ধার করেছে। জাতিসংঘ উদ্বাস্তু সংস্থা বলেছে, মে মাসে সমুদ্রে থাকা এক হাজার মানুষের কোনো খবর পাওয়া যায়নি। সংস্থাটি আরও বলেছে, মনে হয় এ মানুষগুলো কর্তৃপক্ষের নজর এড়িয়ে সমুদ্রে ডুবে মারা গেছেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের উদ্ধার করা বাংলাদেশিদের স্বদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ উদ্বাস্তু সংস্থা আরও বলেছে, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত প্রায় ৯৪ হাজার উদ্বাস্ত বা অভিবাসী বাংলাদেশ বা মিয়ানমার ত্যাগ করেছেন। তার মধ্যে চলতি বছরের গত ছয় মাসে ৩১ হাজার জন দেশত্যাগ করেছেন। গত মে মাসের ২৯ তারিখে আঞ্চলিক দেশগুলো, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায় থাইল্যান্ডে মানবপাচার রোধের জন্য এবং এর মূল কারণ বের করার জন্য আলোচনায় মিলিত হয়েছিল। তবে জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা জানিয়েছে, একটি যৌথ টাস্কফোর্স গঠনসহ সম্মেলনে গৃহীত বেশিরভাগ প্রস্তাব বাস্তবায়নের কাজ এখনও শুরু হয়নি।
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

কোন মন্তব্য নেই: