জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

 জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা সম্পন্ন

 

 শাহাদাত হোসেন রিটন,ক্রাইম ডায়রি,৫/৯/২০১৫ইং,ঢাকাঃ

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বর্ধিত সভা ৫ সেপ্টেম্বর ২০১৫ শনিবার রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তি ভবনের সেমিনার কক্ষে সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।সভায় আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন, সংস্থার স্থায়ী তহবিল ও কল্যাণ তহবিল গঠন এবং গঠনতন্ত্র সংশোধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।আলোচনায় অংশ নেন লায়ন গনি মিয়া বাবুল, মো. নূরুজ্জামান প্রধান, সামসুল আলম জুলফিকার, কাজী আমিরুল ইসলাম রুমী, বাবু রতন রায়, আলমগীর গনি, এস.এম. সারওয়ার, মামুনুর রশিদ, আলতাফ হোসেন, আবুল বাসার মজুমদার, সাজ্জাদুল কবির, মুহাম্মাদ আবু মুসা, হাসানুজ্জামান, এম. এ. মান্নান, খোকন রানা প্রমুখ।সভায় আগামী ২৬শে ডিসেম্বর ঢাকায় সংস্থা সপ্তদশ দ্বি-বার্ষিক কাউন্সিল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং কাউন্সিলর হওয়ার জন্য জনপ্রতি এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়।আগামী ৩০শে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ৭ই ডিসেম্বর কাউন্সিলর/ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন পদ্ধতি গঠনতন্ত্রের আলোকে নির্ধারণের জন্য স্থায়ী পরিষদের ওপর দায়িত্ব প্রদান করা হয়।তাছাড়া আগামী ৩১শে অক্টোবরের মধ্যে সংস্থার গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব মহাসচিব বরাবর পৌঁছানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং লায়ন গনি মিয়া বাবুল, সামসুল আলম জুলফিকার ও মুহাম্মদ আবু হানিফ খান সমন্বয়ে গঠিত কমিটি তা বিবেচনা করে চূড়ান্ত প্রস্তাবনা স্থায়ী পরিষদে উপস্থাপন করবে।

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

কোন মন্তব্য নেই: