জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫


জালনোট ও জালনোট তৈরির সঞ্জামাদিসহ গ্রেফতার ২

ক্রাইম ডায়রি ডেস্ক,১১/৮/১৫ইং,আপডেট ৩.০৩ পি এম,ঢাকাঃ
 
রাজধানীর যাত্রাবাড়ী থানার মীর হাজীরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ২ জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। সুত্রে জানা গেছে,ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য (দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার রুহুল আমিন সাগর এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আব্দুর রহিম ও মোঃ বাবু।এ সময় তাদের হেফাজত হতে ৫০ হাজার টাকার জাল নোট, ৩টি প্রিন্টার মেশিন, ৩টি কাঠের তৈরি স্কীন ফ্রেম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা জাল টাকা তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষের মাঝে সরবরাহ করে প্রতারণা করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

কোন মন্তব্য নেই: