জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫


 এবার নিয়ন্ত্রিত হচ্ছে গতিসীমাঃ

৮০কি.মি এর বেশি গতি হলেই বন্ধ হয়ে যাবে গাড়ি

মোঃওমর ফারুক রবিন,ক্রাইম ডায়রি,১৪/৮/১৫ইং,ঢাকাঃ
দুর্ঘটনা এড়াতে দেশের জাতীয় মহাসড়কের যানবাহনের গতিসীমা সর্বোচ্চ ৮০ কিলোমিটার নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘স্পিড গভর্নর’ নামের একটি যন্ত্র গাড়িতে বসানো হবে। যাতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা নির্দিষ্ট থাকবে। ওই গতিসীমা ছাড়ালেই গাড়িটি বন্ধ হয়ে যাবে। আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই সভায় সভাপতিত্ব করেন। সভায় তিনি বলেন, গাড়ির গতিসীমা নিয়ে সিদ্ধান্তটি শিগগিরই বাস্তবায়ন করা হবে। মহাসড়কে চলাচলকারী গাড়িতে স্পিড গভর্নর নামের যন্ত্র বসানো থাকবে। তাতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা থাকবে। আর সর্বোচ্চ গতিসীমা ছাড়ালেই গাড়িটি নিজ থেকেই বন্ধ হয়ে যাবে।
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

কোন মন্তব্য নেই: