জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০১৫


ডি এমপির সাফল্যঃ

পল্লবী থানা পুলিশের হাতে ৭ ডাকাত গ্রেফতার

 

মোঃওমর ফারুক রবিন,ক্রাইম ডায়রি,২৭/৮/১৫,ঢাকাঃ
রাজধানীর পল্লবী থানার কালশিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পুলিশ পরিচয়দানকারী ৭ ডাকাতকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ । গ্রেফতারকৃতরা হলেন মোঃ লিয়াকত আলী, মোঃ কামরুল, মোঃ শহীদুল ইসলাম ওরফে কামাল, মোঃ নাজমুল হক দিদার, মোঃ রুহুল আমিন ওরফে রিপন, ওবায়দুর রহমান বতু ও মেহেরুন নেছা কেয়া। এ সময় তাদের নিকট হতে ৩টি ছোরা, ১টি রামদা, ২টি খেলনা পিস্তল ও ১০ টি মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা তাদের দলের মেয়ে সদস্যদের মাধ্যমে মোবাইল ফোনে বিত্তবান ব্যক্তিদের টার্গেট করে। পরবর্তী সময়ে ঐ টার্গেটকৃত ব্যক্তিদের সাথে কৌশলে কথা বলে তাদের নির্দিষ্ট স্থানে ডেকে নিয়ে যায়। মেয়ের সাথে কথা বলার সময় পুরুষ সদস্যরা আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে উক্ত ব্যক্তিদেরকে জিম্মী করে বিভিন্ন বাসায় নিয়ে আটক করে। পরবর্তী সময়ে বিত্তবান ব্যক্তিদের নিকট থাকা মালামাল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, অস্ত্রের ভয় দেখিয়ে তাদের দলের মেয়ে সদস্যদের সাথে বিবস্ত্র করে ছবি তুলে মান সম্মানের ভয় দেখিয়ে আটক ব্যক্তির মোবাইল দিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করে বিকাশের মাধ্যমে মুক্তিপন আদায় করে থাকে। টাকা আদায়ের পর চোখ বেঁধে তাদেরকে অজ্ঞাত স্থানে ছেড়ে দিয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়।
পল্লবী থানার এসআই/মোঃ রাসেল পিপিএম এর নেতৃতে উক্ত অভিযানটি পরিচালিত হয়। পল্লবী থানা পুলিশের এই সাফল্যে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সুধীমহল।

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

কোন মন্তব্য নেই: