জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭


রায়গঞ্জে ফল ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু


স.ম আব্দুস সাত্তার, চলনবিল প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ফল ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এলাকা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারুটিয়া গ্রামের শ্রীচরণের পুত্র ফল ব্যবসায়ী রতন চন্দ্র মন্ডল(৪০) এর মৃতদেহ নাকেমুখে রক্তের দাগসহ বাড়ির পাশেই মুড়াগাছা শশ্মান ঘাটের গঙ্গা মন্দিরের বারান্দায় পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী ও তার স্বজনেরা রায়গঞ্জ থানা-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রায়গঞ্জ থানা-পুলিশ দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করেছেন। নিহতের স্বজনদের সাথে কথা বলে আরও জানা যায়, সে চান্দাইকোনা বাজারে ফল ব্যবসা করে প্রতিদিন বাড়ি ফিরলেও গত সোমবার রাতে বাড়ি ফেরেনি। এ হত্যা নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। এ রিপোর্ট লেখা পযর্ন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

ক্রাইম ডায়রি/ক্রাইম/গ্রাম বাংলা
a



https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl


বগুড়ার শেরপুর থানার এ এস আই আব্দুর জব্বার শ্রেষ্ঠ পদকে ভুষিত


জাকির হোসেন রণি ও শাহাদাত হোসেনঃ

নিম্মপদস্থ কর্মকর্তাদের  কেউ যদি পদক পায় তবে তা মিডিয়ায় কখনও ফলাও করে প্রচার হয়না। ওরা যে পারে তা যদি ওদের উৎসাহ দিয়ে বলা হয় তবে তারাও যে বড় ভুমিকা রাখতে পারে সে ব্যাপারে েএখন মিডিয়া বোদ্ধাদের সময় বোঝার সময় এসেছে। পুলিশ যদি পদক পায় তবে বুঝতে হবে আর দশের চেয়ে তার কাজের মান ভাল বৈ কম নয়। এরকমই একজন পুলিশ কর্মকর্তা এ এস আই আব্দুর জব্বার। বগুড়া জেলায় আর দশজন পুলিশের চেয়ে সে কোন অংশে কম নয় তা সে প্রমাণ করতে পেরেছে। ফলশ্রুতিতে সে পেয়েছে জেলার শ্রেষ্ঠ এ এস আই পদক। বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বিপিএম তাকে এই পদক তুলে দেন। শেরপুর থানার পুলিশ শ্রেষ্ঠ পদকে ভুষিত হওয়ায় ক্রাইম ডায়রি পরিবার হতে তাকে অভিনন্দন ।
ক্রাইম ডায়রি//জেলা
 www.crimediarybd.com
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl
আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু এক অন্য রকম মানুষ

আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু এক অন্য রকম মানুষ

ডাঃ মোমিনুল খন্দকার আলালঃ
শেরপুরের সাধারন মানুষের সত্যিকারের বন্ধু আজকের শেরপুর পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক জনাব আলহাজ্ব সাইফুল বারী ডাবলু। কোন কিছুতেই যার না নেই।যিনি শেরপুর বাসীর কাছে কখনও লৌহ মানব, কখনও মহান বন্ধু বলে পরিচিত। ক্রাইম ডায়রি ও ক্রাইম ডায়রি বিডি ডটকমের শুভাকাংখী এই মানুষটি গরীব দুখী মেহনতী মানুষের পাশে থেকেই সারাদিন কাটান। এই কখন এই ইউনিয়নে কারো বিয়ে কিংবা বিচার কিংবা সাহায্য কিংবা আইনশৃংখলা সংক্রান্ত মিটিং কখনও বা দাতব্যকাজে আবার ছুটে চলেন অন্য ইউনিয়নে কারো সাহায্য লাগবে সেখানে। এই নিরন্তর ছুটে চলায় যার মোটেও বিরক্তি নেই তিনি হলে মুন্সী সাইফুল বারী ডাবলু। শেরপুর কি বিদেশী কিংবা দেশী সকল সামাজিক কার্যক্রমে যার বিস্তর অংশগ্রহণ। সাপ্তাহিক ক্রাইম ডায়রি ও অনলাইন সংবাদমাধ্যম ক্রাইম ডায়রি বিডি ডট কমের পক্ষ হতে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বগুড়ার আরডিএ মিলনায়তনে অ্যাকশন রিসার্চ অন এনার্জি এফিসিয়েন্সির প্রজেক্ট ম্যানেজার লিন্ডা রবার্টস ও আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু।

ক্রাইম ডায়রি//জেলা// স্পেশাল/By on জেলার সংবাদ, স্পেশাল

www.crimediarybd.com
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

শেরপুর থানার আইনশৃংখলা পরিস্থিতি পুরো প্রশাসনের নিয়ন্ত্রণে


ক্রাইম ডায়রি হাতে শেরপুর থানার ওসি খান মোঃ এরফান,শেরপুর প্রতিনিধি জাকির হোসেন রণি ও সংবাদদাতা শাহাদাৎ হোসেন। ছবিঃ ক্রাইম ডায়রি
জাকির হোসেন রণি ও শাহাদৎ হোসেনঃ
উত্তরাঞ্চলের প্রবেশ দ্বার বগুড়া-৫ আসনের শেরপুর থানার আইন শৃংখলা পরিস্থিতি অন্য যে কোন সময়ের চেয়ে এখন পুরোপুরি পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রনে বলে বলেছেন শেরপুর থানা অফিসার ইনচার্জ খান মোঃ এরফান। ক্রাইম ডায়রিকে এক একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, মাদকের সাথে কোন আপস নয়। যুব সমাজকে বাঁচাতে হলে মাদক ধ্বংসের কোন বিকল্প নেই। এছাড়া থানা এলাকার কোথায়ও চুড়ি ডাকাতি কিংবা কোন সন্ত্রাসী কর্মকান্ড হচ্ছেনা। ছোট খাট অপরাধ এটা নৈমিত্তিক ব্যাপার। সবাই সচেতন ও আন্তরিক হলে এগুলো সমাজ থেকে এমনিতেই চলে যায়। তিনি ক্রাইম ডায়রি.দৈনিক কালের ছবি. ও ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উত্তরাঞ্চলীয় কার্যালয় তার থানার ধনকুন্ডীতে দেওয়ার জন্য ক্রাইম ডায়রি কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানান। পুলিশ সাংবাদিক বন্ধুত্ব ও একত্রে কাজ করার মানসিকতা নিয়ে তিনি সকল সাংবাদিককে দেশ সেবায় মনোযোগী হয়ে বস্তুনিষ্ট ও সঠিক সংবাদ পরিবেশনের আহবান জানান।
ক্রাইম ডায়রি/ব্লগসাইট/২৮.১১.১৭ইং




https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

বুধবার, ২২ নভেম্বর, ২০১৭



হিমালয়ের পানি এবার আসছে ঢাকায়ঃ ওয়াসা

শাহাদাত হোসেন রিটনঃ

কি? ভাবতে অবাক লাগছে। অবাক লাগারই কথা। কিন্তু না, এবার সব অবাককে দুর করে দিয়ে বাস্তবেই হিমালয়ের পানি ঢাকায় এনে বিশুদ্ধ পানি সরবরাহের উদ্যেগ নিয়েছে ঢাকা ওয়াসা।মহানগরবাসীর পানি সংকট মেটাতে ঢাকা ওয়াসা সংশ্লিষ্ট বিষয়ে একটি প্রকল্প হাতে নিয়েছে। আগামী মার্চেই শুরু হচ্ছে এর কাজ। তা থেকে প্রতিদিন ১৫ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা যাবে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান সাংবাদিকদের বলেছেন, মাটির নিচ দিয়ে সাভারের ভাকুর্তায় হিমালয় পর্বতের একটি চ্যানেল রয়েছে। সে চ্যানেল দিয়ে হিমালয় পর্বত থেকে সরাসরি পানি চলে আসে ভার্কুতায়। সেখান থেকে পানি তোলার সঙ্গে সঙ্গেই পুনরায় তা পূর্ণ হয়ে যায়।
ভাকুর্তা থেকে হিমালয়ের সেই চ্যানেলের পানি পাইপলাইনের মাধ্যমে ঢাকায় আনা হবে। প্রাথমিকভাবে পানি সরবরাহ করা হবে মিরপুর অঞ্চলে। পরবর্তীতে প্রয়োজনে অন্যান্য এলাকায়ও দেয়া যাবে। হিমালয় চ্যানেলের পানি তোলায় পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। এতে ভূমিধসেরও কোনো সম্ভাবনা নেই। প্রতিবছর শুষ্ক মৌসুম এলেই নগরীতে পানির সংকট দেখা দেয়। তাই পানির সংকট মেটাতে প্রকল্পটি বড় অবদান রাখবে বলে মনে করে ওয়াসার কর্মকর্তারা। ওয়াসা জানায়, গেল ৫০ বছরের মধ্যে বর্তমানে চাহিদার চেয়েও বেশি পানি উৎপাদন করছে ওয়াসা। ২০০৯ সালে নগরীতে পানির চাহিদা ছিলো ২১২ কোটি লিটার। তখন চাহিদা ছিলো ১৮৮ কোটি লিটার। এই মুহূর্তে পানির উৎপাদন ২৪৫ কোটি লিটার। চাহিদা ২৩৫ থেকে ২৪০ কোটি লিটার।
উৎপাদিত পানির ৭৮ শতাংশই তোলা হয় ভূ-গর্ভ থেকে। ভূ-পৃষ্ঠের পানি মাত্র ২২ শতাংশ। ২০২১ সালের মধ্যে ওয়াসা ৭০ শতাংশ ভূ-পৃষ্ঠের পানি ব্যবহার করতে চায়। তখন ভূ-গর্ভের পানি থাকবে মাত্র ৩০ শতাংশ।
এ উদ্যেগের খবরে আশান্বিত ঢাকা বাসী। তারা বঙ্গকন্যা এমন চিন্তাধারার ভুয়সী প্রশংসা করছেন।
ক্রাইম ডায়রি// রাজধানী




www.crimediarybd.com

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

এখনও বড় দুর্নীতিবাজরা ধরা ছোয়ার বাইরে আছেঃ দুদক চেয়ারম্যান


শরীফা আক্তার স্বর্নাঃ
দুদকের অনেক কর্মকান্ড নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও দুর্নীতির বিরুদ্ধে থেমে নেই দুদকের অভিযান। দুদকের নতুন চেয়ারম্যান এর দৃপ্ত শপথ দেশে কোন দুর্নীতিবাজ থাকবেনা।  দুদকের চেয়ারম্যান তাই যথার্থই বলেছেন, অনেক সমালোচকদের সাথে আমিও একমত-যে অনেক বড় দুর্নীতিবাজদের কাছে হয়তো আমরা এখনো যেতে পারিনি। তবে সকলকে এটাও মনে রাখতে হবে, পরিবেশ-পরিস্থিতি দেখে যদি আমরা এদের ধরতে হাত বাড়াই, তাহলে এ হাত তুলে আনবো না, মাঝ পথে থেমে যাব না। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি আরও বলেন, আমি কখনই বলব না, আমরা সফল হয়েছি। আমাদের ব্যর্থতা আছে এবং তা আমরা নিয়মিত পর্যালোচনা করি, যাতে আমরা আরও পরিশুদ্ধভাবে কাজ করতে পারি। আমি প্রথম থেকেই বলে আসছি, দুর্নীতি ঘটার আগেই তা প্রতিরোধ করতে হবে-একারণেই কমিশনে দুর্নীতি প্রতিরোধে অধিকতর গুরুত্ব দিচ্ছে। আমরা এমন কোনো কাজ করতে চাই না, যে কাজে কোনো ফল আসবে না; অথবা যে কাজ আমরা শেষ করতে পারব না; বা আদালতে প্রমাণ করতে পারব না।
তিনি বলেন, উন্নয়ন এবং দুর্নীতি সম্ভবত যমজ ভাই। তবে দুর্নীতি দমন কমিশনসহ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব। সরকারি কর্মকর্তা, সিভিল সোসাইটি, মিডিয়াসহ আমরা সবাই যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে দুর্নীতির লাগাম টেনে ধরা অসম্ভব নয়। দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের কাজের মান বেড়েছে, তবে তাদেরকে কাজে আরও অধিকতর মনোনিবেশ করতে হবে। তদন্তের গুণগত মান বৃদ্ধিতে কমিশন যেসকল নির্দেশনা দিয়েছে তা অনুসরণ করতে হবে; কোনো মানুষকে হয়রানি করা যাবে না;  প্রতিটি অনুসন্ধান বা তদন্ত আইন ও বিধি-বিধানের আলোকে সম্পন্ন করতে হবে যাতে  অভিযোগটি আদালতে প্রমাণ করা যায়।
শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, তথাকথিত কোচিংয়ের মাধ্যমে ক্যাপসুল মার্কা শিক্ষা আমরা চাই না। আমরা এমন শিক্ষা চাই, যাতে আমাদের সন্তানেরা সক্ষম নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে। কমিশন ভবিষ্যৎ প্রজন্মকে মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য দেশের প্রায় ২২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ গঠন করেছে এবং উত্তম চর্চার বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপন করছে।
তিনি সকল খাতের দুর্নীতি দমনে ভুক্তভোগী সহ সকলের সহযোগীতা কামনা করেন।
ক্রাইম ডায়রি//জাতীয়

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl
www.crimediarybd.com