জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রীকে সংসদে করতালির মাধ্যমে অভিনন্দন জ্ঞাপন





অধিবেশন কক্ষে প্রবেশকালে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে অভিনন্দন জানান

শরীফা আক্তার স্বর্ণাঃ

করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে সংসদে অভিনন্দন জানানো হয়েছে।  জানা যায়,ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলন থেকে ফিরে জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেওয়ায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সরকার ও বিরোধী দলের সদস্যরা। আজ সোমবার সন্ধ্যায় অধিবেশন কক্ষে প্রবেশকালে উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে অভিনন্দন জানান।

আজ সোমবার মাগরিবের বিরতির পরে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রস্তাবিত ‘বাংলাদেশ বিমান বিল-২০২৩’ এর ওপর আলোচনায় অংশ নেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বিলের ওপর জাতীয় পার্টির ফখরুল ইমামের আলোচনা চলাকালে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ সরকারি ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে অভিনন্দন জানান। অন্যরা নিজ নিজ চেয়ারে বসে টেবিল চাপড়ালেও রাঙ্গাকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে টেবিল চাপড়াতে দেখা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এরপর শুক্রবার জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতের দিল্লিতে যান।

সফর শেষে রবিবার দেশে ফিরলেও অধিবেশনে যোগ দেননি তিনি। এ সময় ফখরুল ইমাম বলেন, ‘প্রধানমন্ত্রী অধিবেশন কক্ষে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের সংসদ সদস্যরা হাত তালিটা দিলেন, এতে মনে হয় অভিনন্দন দিল নাকি! আমরা জানতে চাই, আসলে ঘটনাটা কী হলো? তিনি (প্রধানমন্ত্রী) জি-২০ সম্মেলনের প্রত্যেকটা জায়গায় ফায়দা তুলেছেন। এটা ওনার বুদ্ধিমত্তার জন্য পেরেছেন।’
এ সময় রাঙার দিকে হাত দেখিয়ে ফখরুল ইমাম বলেন, ‘জি-২০ সম্মেলনের সফলতার জন্য সংসদ সদস্য হাত তালি দিয়েছেন?’ তখন মসিউর রহমান রাঙ্গাকে মাইক ছাড়া বলতে শোনা যায়, ‘চিফ হুইপ বলতে’।

তখন ফখরুল ইমাম বলেন, ‘চিফ হুইপ (বিরোধী দলের) আমরা শুনতে চাই, সাফল্যগুলো কোনো সময় তিনি যদি বলেন। তাতে আমরা আশ্বস্ত হই।’ এ সময় প্রধানমন্ত্রীকে ঘাড় নেড়ে সম্মতি জানাতে দেখা যায়।
দলটির আরেক সংসদ সদস্য রুস্তুম আলী ফরাজী তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী যেহেতু জি-২০ সম্মেলন থেকে ফিরে এসেছেন, এতে বাংলাদেশের মানুষ আশাবাদী, আমরাও তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তার সুযোগ্য কন্যাকে (সায়মা ওয়াজেদ পুতুল) নিয়ে বড় অর্জন, এ সামিটের সদস্য না হয়েও সব সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন।

বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, বাংলাদেশের সম্মানের পক্ষে কথা বলেছেন, ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরার কথা বলেছেন। এতে দেশের ভাবমূর্তি অনেক বেড়েছে এবং বিশ্ব নেতাদের নিকট দেশের ইমেজ বৃদ্ধি পেয়েছে। 

ক্রাইম ডায়রি/ জাতীয়



https://www.facebook.com/TheCrimeDiary?mibextid=ZbWKwL

মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২


অশনি সংকেত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনেঃ ঋণ খেলাপি হতে যাচ্ছে সাত আর্থিক প্রতিষ্ঠান


এতদিন দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো খেলাপি ঋণও লুকিয়ে রেখেছিল। এখন সব বের হচ্ছে। সে কারণে খেলাপি ঋণ ১৯ শতাংশ ছাড়িয়েছে। তিনি বলেন-দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে আস্থা ফেরানো সম্ভব হবে না। একইসঙ্গে দুর্বল প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কার্যকর উদ্যোগ নিতে হবে।


এসব প্রতিষ্ঠান থেকে বিতরণ করা ঋণের সর্বনিম্ন ৪২ থেকে সর্বোচ্চ ৯৬ শতাংশই খেলাপি হয়ে গেছে। এছাড়া আরও ৯টি প্রতিষ্ঠানের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। 
অনলাইন ডেস্কঃ
এতো মাত্র সাতটি আর্থিক প্রতিষ্ঠান । কিন্তুু ভাল ভাবে খোঁজখবর নিলে  বের হয়ে আসবে থলের বেড়াল। সম্প্রতি, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর  তথ্য। সেখানে বলা হয়েছে, দুর্নীতির দায়ে ডুবতে বসেছে ৭টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান থেকে বিতরণ করা ঋণের সর্বনিম্ন ৪২ থেকে সর্বোচ্চ ৯৬ শতাংশই খেলাপি হয়ে গেছে। এছাড়া আরও ৯টি প্রতিষ্ঠানের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। 

এ বিষয়ের বিশেষজ্ঞরা বলছেন, এসব খাতে দুর্নীতিই সবচেয়ে বড় সমস্যা। এসব খাতে দুূর্নীতি বন্ধ না করা গেলে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতের ভবিষ্যৎ অন্ধকার। তাই সবকিছুর আগে কঠোরহস্তে প্রভাবশালীদের দুর্নীতি বন্ধ করতে হবে। তা না হলে এ খাত বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিষ্ঠান সাতটি হচ্ছে-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিডেট, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং উত্তরা ফাইন্যান্স লি.।

এ প্রসঙ্গে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) চেয়ারম্যান মমিনুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, যেসব প্রতিষ্ঠানে হরিলুট হয়েছে সেগুলো ছাড়া নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতে খেলাপি ঋণ ৭ শতাংশে নেমে আসবে। এটা ভালো প্রতিষ্ঠানের জন্য বড় ধরনের কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াবে। এতদিন দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো খেলাপি ঋণও লুকিয়ে রেখেছিল। এখন সব বের হচ্ছে। সে কারণে খেলাপি ঋণ ১৯ শতাংশ ছাড়িয়েছে। তিনি বলেন-দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে আস্থা ফেরানো সম্ভব হবে না। একইসঙ্গে দুর্বল প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) ঋণস্থিতি ছিল ১৬৪১ কোটি টাকা। এর মধ্যে প্রায় পুরো টাকাই খেলাপি (৯৫ দশমিক ৯৩ শতাংশ) হয়ে গেছে। প্রতিষ্ঠানের পরিচালকদের লুটপাট এবং অর্থ আত্মসাৎ করার প্রমাণ মিলেছে। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া ডিসেম্বর পর্যন্ত ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ঋণস্থিতি ছিল ৯৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৮৭১ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ প্রায় ৯০ শতাংশ ঋণ খেলাপিতে পরিণত হয়েছে। একইভাবে ডিসেম্বর পর্যন্ত এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ঋণ ছিল ১৯২৮ কোটি টাকা।

এর মধ্যে খেলাপি হয়ে গেছে ১৭১৪ কোটি টাকা। যা ৮৮ দশমিক ৯২ শতাংশ। ফার্স্ট ফাইন্যান্সের ঋণ ছিল ৮৯৮ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৭৪২ কোটি টাকা। যা ৮২ দশমিক ৬৪ শতাংশ। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) ঋণ ছিল ৪ হাজার ৮৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৩২১০ কোটি টাকা। যা ৭৮ দশমিক ৫৫ শতাংশ। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের ঋণ ছিল ১৩৩২ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৪৬ দশমিক ৩৫ শতাংশ এবং উত্তরা ফাইন্যান্সের ঋণ ছিল ২ হাজার ৩৯৪ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৪১ দশমিক ৬৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, প্রভিশন ঘাটতিতে সব চেয়ে বেশি নাজুক অবস্থায় আছে এফএএস (ফাস) ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রভিশন সংরক্ষণ করার কথা ছিল ১০৬৮ কোটি ৩৮ লাখ টাকা। করেছে মাত্র ১৯৫ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে ডিসেম্বর পর্যন্ত এফএএস (ফাস) ফাইন্যান্সের প্রভিশন ঘাটতি ৮৭২ কোটি ৮১ লাখ টাকা। যা খুবই অস্বাভাবিক। একইভাবে ফার্স্ট ফাইন্যান্সের প্রভিশন ঘাটতি ১৫৭ কোটি ৪৮ লাখ টাকা। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের প্রভিশন ঘাটতি ১৪০ কোটি ৭৭ লাখ টাকা। আইআইডিএফসির প্রভিশন ঘাটতি ৯০ কোটি ৯৫ লাখ টাকা। আভিভা ফাইন্যান্সের প্রভিশন ঘাটতি ২৫ কোটি ৩০ লাখ টাকা এবং ইসলামিক ফাইন্যান্সের প্রভিশন ঘাটতি ৬ কোটি ৩৩ লাখ টাকা। ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খাতে ঋণস্থিতি দাঁড়িয়েছে ৬৭ হাজার ৩৫৪ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ১৩ হাজার ১৬ কোটি ৫৯ লাখ টাকা। যা বিতরণ করা ঋণের ১৯ দশমিক ৩৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও দেখা যায়, ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত আইআইডিএফসির ঋণ ছিল ১৩৯৩ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৪৮৮ কোটি টাকা। যা ৩৫ দশমিক ০৩ শতাংশ। দ্য ইউএই বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ঋণস্থিতি ছিল ৪০ কোটি ৬০ লাখ টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ১১ কোটি ৬৮ লাখ টাকা বা ২৮ দশমিক ৭৬ শতাংশ। ইউনিয়ন ক্যাপিটালের ঋণস্থিতি ছিল ১১৭১ কোটি টাকা।

এর মধ্যে খেলাপি হয়ে গেছে ৩২০ কোটি টাকা বা ২৭ দশমিক ৩২ শতাংশ এবং আভিভা ফাইন্যান্সের ঋণস্থিতি ছিল ২৬৮৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে প্রায় ৭০০ কোটি টাকা বা ২৫ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া ডিসেম্বর পর্যন্ত প্রাইম ফাইন্যান্স খেলাপি ১৭ দশমিক ৮৭ শতাংশ, ন্যাশনাল ফাইন্যান্স ১৭ দশমিক ৮৬ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ১৪ দশমিক ৫১ শতাংশ এবং মাইডাস ফাইন্যান্সের ১৩ দশমিক ০৪ শতাংশ। শুধু খেলাপি নয়, নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণেও ঘাটতি দেখা দিয়েছে ৬টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের।

ক্রাইম ডায়রি/সুত্রঃযুগান্তর( জনস্বার্থে প্রকাশিত)/ক্রাইম


https://www.facebook.com/TheCrimeDiary/

রবিবার, ১৯ জুলাই, ২০২০

মৃত্যুর দুয়ার হতে ফিরলেন শাহনাজ খুশিঃ দায়িত্বশীলদের প্রতি তার খোলা চিঠি

মৃত্যুর দুয়ার হতে ফিরলেন শাহনাজ খুশিঃ দায়িত্বশীলদের প্রতি তার খোলা চিঠি

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

মৃত্যুর দুয়ার হতে ফিরলেন শাহনাজ খুশিঃ দায়িত্বশীলদের প্রতি তার খোলা চিঠি

মৃত্যুর দুয়ার হতে ফিরলেন শাহনাজ খুশিঃ দায়িত্বশীলদের প্রতি তার খোলা চিঠি

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

রবিবার, ১২ এপ্রিল, ২০২০

ইউপি মেম্বরের বাড়ির মাটি খুড়ে মিলল ত্রানের চালের বস্তা

ইউপি মেম্বরের বাড়ির মাটি খুড়ে মিলল ত্রানের চালের বস্তা

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

পিরোজপুরে নারায়নগঞ্জ হতে আসা ৮ জনের সাথে সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ ৫ জন আহত

পিরোজপুরে নারায়নগঞ্জ হতে আসা ৮ জনের সাথে সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ ৫ জন আহত

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

বাগেরহাটের চিতলমারী-টুঙ্গিপাড়া সীমান্তবর্তী সেতুর চেকপোষ্টে ০২ করোনা রোগী সনাক্ত

বাগেরহাটের চিতলমারী-টুঙ্গিপাড়া সীমান্তবর্তী সেতুর চেকপোষ্টে ০২ করোনা রোগী সনাক্ত

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

শনিবার, ১৪ মার্চ, ২০২০

সোমবার, ৯ মার্চ, ২০২০

সাতক্ষীরা জেলা প্রশাসনের অভিযানঃ মাস্কের দাম বেশি নেওয়ায় অর্থদণ্ড

সাতক্ষীরা জেলা প্রশাসনের অভিযানঃ মাস্কের দাম বেশি নেওয়ায় অর্থদণ্ড

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

সাতক্ষীরা জেলা প্রশাসনের অভিযানঃ মাস্কের দাম বেশি নেওয়ায় অর্থদণ্ড

সাতক্ষীরা জেলা প্রশাসনের অভিযানঃ মাস্কের দাম বেশি নেওয়ায় অর্থদণ্ড

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

শনিবার, ৭ মার্চ, ২০২০

শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০

নিজ নিজ দপ্তরের অন্যায়কে প্রতিহত করতে হবে--দুদক চেয়ারম্যান

নিজ নিজ দপ্তরের অন্যায়কে প্রতিহত করতে হবে--দুদক চেয়ারম্যান

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

ঝালকাঠিতে হারিয়ে যাওয়া ছেলেকে পেতে পিতার থানায় সাধারন ডায়রী দায়ের

ঝালকাঠিতে হারিয়ে যাওয়া ছেলেকে পেতে পিতার থানায় সাধারন ডায়রী দায়ের

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

ঝিনাইদহের মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিঃ ০১ বাংলাদেশি আহত

ঝিনাইদহের মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিঃ ০১ বাংলাদেশি আহত

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

সাংবাদিক আসাদ হয়রানিঃ বরিশালের ভান্ডারিয়ায় সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক আসাদ হয়রানিঃ বরিশালের ভান্ডারিয়ায় সাংবাদিকদের মানববন্ধন

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

করোনা নিয়ে অনলাইনে অপপ্রচারঃঃ সিটিসি'র হাতে গ্রেফতার ০৫

করোনা নিয়ে অনলাইনে অপপ্রচারঃঃ সিটিসি'র হাতে গ্রেফতার ০৫

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ বিজয়নগরে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ মাদকদ্রব্য উদ্ধার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ বিজয়নগরে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ মাদকদ্রব্য উদ্ধার

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

বৃক্ষ লাগান;প্রকৃতিকে বাঁচানঃ অজানা রোগ প্রতিরোধে এটা সময়ের দাবী

বৃক্ষ লাগান;প্রকৃতিকে বাঁচানঃ অজানা রোগ প্রতিরোধে এটা সময়ের দাবী

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

বৃক্ষ লাগান;প্রকৃতিকে বাঁচানঃ অজানা রোগ প্রতিরোধে এটা সময়ের দাবী

বৃক্ষ লাগান;প্রকৃতিকে বাঁচানঃ অজানা রোগ প্রতিরোধে এটা সময়ের দাবী

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl