জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

 বরিশালে ডাকাতি মামলায় ৪ জনের কারাদন্ড

মোঃ আরমান মৃধা, বরিশাল প্রতিনিধি, ক্রাইম ডাইরি,২৬/৮/১৫ইং,ঢাকাঃ

 বরিশালে ডাকাতি মামলা  ৪ ডাকাতকে পৃথক পৃথক ধারায় ১২ বছরের সশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৪ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। ২৪/০৮/২০১৫ ইং তারিখ বরিশাল ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আদীব আলী এ রায় প্রদান করে। আসামীরা হলো বরিশাল জেলার মুলাদী থানার গোবিন্দপুর এলাকার ফজলুল রহমান রাড়ীর পূত্র মোঃ সালাউদ্দিন রাড়ী, আঃ মালেক সরদারের পুত্র ইউসুফ সরদার, মামুন সরদার ও  বরিশাল জেলার হিজলা থানার মাটিয়ালা এলাকার রত্তন রাড়ীর পুত্র মোঃ বাবুল রাড়ি। মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২ জুলাই রাত পৌনে ৪ টায় ১২/১৩ জনের একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে বরিশাল জেলার মুলাদী থানার গোবিন্দ্রপুর এলাকায় স্থানীয় গিয়াস উদ্দিনের ভাড়াটিয়া বসতঘরে বসে প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় বালু শ্রমিকরা খবর পেয়ে ১৩ জনের মধ্যে থেকে ৪ জনকে আটক করে মুলাদী থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনস্থল থেকে ২টি রামদা, ১টি ছোরা ও ২টি গুপ্তি উদ্ধার করে। এ ঘটনায় ওই বছর ৩ জুলাই মুলাদী থানার এসআই মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে মোঃ সালাউদ্দিন রাড়ী, ইউনুস সরদার, মামুন সরদার ও মোঃ বাবুলকে অভিযুক্ত করে থানায় ডাকাতি মামলা দায়ের করে। একই বছর ২৯ জুলাই মুলাদী থানার এসআই মোঃ আবুল খায়ের অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে । আদাতের বিচারক ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হলে প্রত্যেক আসামীকে ৭ বছরের সশ্রম কারাদন্ড ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে। এছাড়া ৪০২ ধারায় ৫ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে।
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

কোন মন্তব্য নেই: