জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

সোমবার, ১০ আগস্ট, ২০১৫

RAB-১০ এর বিশেষ অভিযানঃ

বিভিন্ন হোমিও ল্যাবরটরীজকে জেল জরিমানা!!

 

মোঃওমর ফারুক রবিন,ক্রাইম ডায়রি,১০/৮/১৫ইং,৪.১৩পি এম,ঢাকাঃ
রাজধানী সহ সারা বাংলাদেশে জনগনের অন্যতম বন্ধু র‌্যাব এর বিশেষ অভিযানে সার্বক্ষনিক তটস্থ থাকে অপরাধীরা। র‌্যাব এর বিভিন্ন ধরনের অভিযানে দেশে অপরাধ অনেকাংশে কমে এসেছে। রাজধানীর যাত্রাবাড়িতে RAB এর র্নিবাহী ম্যাজিস্ট্রেট জনাব সরওয়ার আলম ও RAB-১০ এর এ,এস,পি জনাব, আলি হোসেন এর নের্তৃতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আজ ১০/০৮/২০১৫ইং সোমবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদনি মাঠ কাজিরগাঁও(হাজী আব্দুস সামাদ রোড) যাত্রাবাড়ি ঢাকা অবস্থিত পদ্মা হোমিও ল্যাবরেটরীজে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকারক ঔষধ তৈরির অভিযোগে প্রতিষ্টানটি সিলগালা করার পাশাপাশি জরিমানাও করেন র‌্যাবের ভ্রাম্যমান আদালত।সরেজমিন সুত্রে জানা যায়,প্রতিষ্টানটিতে তৈরিকৃত ঔষধ গুলো মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ।স্বাস্থ্য অধিদপ্তর এর বিশেষজ্ঞ জনাব,মাহবুবুর রহমান জানান, আমরা বাজার বা মেডিসিন দোকান থেকে যে সব শক্তি বর্ধক ঔষধ যেমন-জিনসেন, আল-ফালা, বাসকসহ সেক্সুয়াল ঔষধ ক্রয় করি তা আমাদের দেশীয় লোকাল প্রতিষ্ঠানগুলোে যে প্রক্রিয়ায় তৈরি করে তা মোটেই স্বাস্থ্য সম্মত নয়। আর এগুলো এমন কিছু উপায়ে তৈরি হয় যা আমাদের মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

 অভিযান চলা কালে সরেজমিনে দেখা যায় ,জীবন্ত মৌমাছিকে খোলা হাতে ছেচুনি দিয়ে ছেচে ঔষধ তৈরি হচ্ছে। এছাড়া বাথরুমের ভেতর বিভিন্ন রকম কেমিকেল পাওয়া যায় । এমন অবস্থায় র‌্যাবের র্নিবাহী ম্যাজিস্ট্রেট জনাব সরওয়ার আলম উক্ত কোম্পানিকে দুই লক্ষ টাকা জরিমানা ও দুই বছরের জেল প্রদান করেন। পাশাপাশি যাত্রাবাড়ী সম্রাট কমিউনিটি সেন্টার এর পাশে র্হাব ইউনানি ল্যাবরেটরীজকে অপরিচ্ছন্ন উপায়ে ওষধ তৈরির কারনে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। ক্রাইম ডায়রি সাথে একান্তে ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম জানানে,জনস্বার্থে এমন অভিযান অব্যহত থাকবে।

কোন মন্তব্য নেই: