জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০১৫


                                         এখনও পদোন্নতি হয়নি গ্রেডভুক্ত কর্মকর্তাদেরঃ
                                            হুমকির মুখে কৃষিব্যাংকের উন্নয়ন কার্যক্রম
আতিকুল্লাহ আরেফিন রাসেল,ক্রাইম ডায়রি,১৮/৬/১৫ইং,১ পি এম,ঢাকাঃ
বাংলাদেশের কৃষিব্যাংক প্রতিষ্ঠার পর থেকেই সহজ শর্তে ঋন প্রদান ও সহযোগীতার মাধ্যমে কৃষি উন্নয়নে অবদান রেখে চলেছে। আর এর পিছনে অবদান রয়েছে কৃষি ব্যাংকের কিছু দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের। এসব কর্মকর্তাদের যথোপযুক্ত পদোন্নতির মাধ্যমে উৎসাহ দিয়ে ব্যাংক আরও এগিয়ে যেতে পারে। ২০১৪-১৫ইং অর্থবৎসরের পদোন্নতি প্রক্রিয়ায় ( পত্র নং প্রকা/কব্যবি-২/৩৭(২)অংশ-১/২০১৪-২০১৫/৫০৭(২৫),তারিখ ১১-০৯-২০১৪) এ ব্যাংকের গ্রেডভুক্ত দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের তালিকা করে অর্থবৎসরের ৩০/৬/১৫ইং তারিখের মধ্যে শুন্যেপদের ভিত্তিতে পদোন্নতি দেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন দক্ষ প্রতিনিধির সমন্বয়ে গঠিত পদোন্নতি কমিটি ১২৬জন (৪২ *৩) কর্মকর্তার সাক্ষাতকার গ্রহন করে এর মধ্য হতে যোগ্য কর্মকর্তাদের একটি প্যানেল গঠন করেন। এই প্যানেল থেকে আগামী ৩০/৬/১৫ইং তারিখের মধ্যে শুন্যেপদের ভিত্তিতে পদোন্নতি দেয়া যাবে মর্মে সুপারিশও করেন পদোন্নতি কমিটির কর্মকর্তারা । কিন্তু কোন এক অজ্ঞাত কারনে নির্দিষ্ট সময় ঘনিয়ে আসলেও পদোন্নতি দেয়া হচ্ছেনা প্যানেলে থাকা যোগ্য কর্মকর্তাদের । কৃষিব্যাংক সুত্রে জানা গেছে, বর্তমানে ১৫ টি উপমহাব্যবস্থাপক সহ বিভিন্ন গ্রেডে ৬৫টি পদ শুন্য রয়েছে। ব্যাংকের প্যানেল ভুক্ত পদোন্নতিপ্রত্যাশী একদল কর্মকর্তাদের অভিযোগ, ব্যবস্থাপক তার পছন্দকৃত বিশেষ কোন কর্মকর্তাদের ভবিষ্যৎ এ যোগ্য নির্বাচন করে পদোন্নতি দেয়ার জন্য বর্তমান শুন্য পদ পূরণ না করে প্যানেল বাতিল করার অপচেষ্টা করছেন । এতে ব্যাংক তার যোগ্য কর্মকর্তাদের হারাচ্ছে বলে সংশ্লিষ্ট বিভাগের অভিজ্ঞ কর্মকর্তারা মনে করছেন । তাছাড়া,বিশ্লেষকরা মনে করেন এতে করে যোগ্য কর্মকর্তারা পদোন্নতি না পেয়ে মনক্ষু্ন্ন হলে ব্যাংক যেমন তার যোগ্য কর্মকর্তাদের সেবা বঞ্চিত হবে, ঠিক তেমনি উপযুক্ত সেবার অভাবে আর্থিক দিক থেকেও ক্ষতির সম্মুখিন হবে। ইতোমধ্যে, সামাজিক ব্যবসা সহ ঋন আদান প্রদান ও অন্যান্য কাজে এর প্রভাব পড়তে শুরু করেছে বলে সুবিধাবঞ্চিত কর্মকর্তারা মনে করছেন। এছাড়া ভবিষ্যৎ এ ব্যাংকের চেইন অব কমান্ড ভেঙ্গে পড়লে প্রশাসনিক দুর্বলতা প্রকট আকার ধারন করবে। বঙ্গবন্ধুর হাতে গড়া মাটি ও মানুষের ব্যাংক কৃষি ব্যাংককে বাঁচাতে হলে প্যানেল ভুক্ত কর্মকর্তাদের পদোন্নতি দেয়া প্রয়োজন বলে দাবী করেছেন কৃষিব্যাংকের সুবিধাবঞ্চিত বিভিন্ন গ্রেডের সকল কর্মকর্তারা। সংশ্লিষ্ট দপ্তর সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে অতিদ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনেরও দাবী জানিয়েছেন তারা।



https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

কোন মন্তব্য নেই: