জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

সোমবার, ২৯ জুন, ২০১৫

             ক্রাইম ডায়রির বার্তা সম্পাদককে প্রাণনাশের হুমকি
ওমর ফারুক রবিন,চিফ রিপোর্টার,ক্রাইম ডায়রি,২৮.৬.১৫,৫.১৪ পি এম ঃ
ক্রাইম ডায়রি বার্তা সম্পাদককে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে। আজ ২৮/৬/১৫ইং তারিখ বেলা ৩ ঘটিকায় গাজীপুরের কোনবাড়ি এলাকার ক্রাইম ডায়রি বার্তা সম্পাদকের পুর্ব পরিচিত এক ব্যক্তি০১৯৫৬৮১৯৩৯৩ মোবাইল নং থেকে পারিবারিক বিষয়ের জের ধরে রাজধানী হতে বের করে দেয়া ও প্রাণনাশের হুমকি প্রদান করেছে। উল্লেখ্য ক্রাইম ডায়রি বার্তা সম্পাদক এর ছোট বোন গাজীপুর চৌরাস্তাস্থ একটি গার্মেন্ট ফ্যাক্টরি এ্যাডমিন সেকশনে কর্মরত। গাজীপুর কোনাবাড়িতে তার ছোটবোন বাসা নিয়ে থাকত। কিন্তু নেশাখোর ও চরিত্রহীন স্বামী নির্মম নির্যাতন করে বাসা থেকে বের করে দিলে সে ঢাকা তার ভাই ক্রাইম ডায়রির বার্তা সম্পাদকের বাসায় এসে ওঠেন। তখন থেকেই তার বোনের স্বামী একটি চক্রের সাহায্যে ও ঢাকায় অবস্থানরত তার বড় ভাইয়ের সহযোগীতায় তার বোনকে রাস্তায় শ্লীলতাহানি ও মারধরের চেষ্টা করে আসছে এবং ফোনে তার কর্মস্থলে গিয়ে সমস্যা সৃষ্টি ও প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। তার বোনের ভাষ্য অনুযায়ী খারাপ মেয়েদের নিয়ে ঘরে এসে খারাপ কাজ করতে এবং মদ্যপানে বাঁধা দেয়ায় সে তাকে মারধর করে এবং ঘর হতে বের করে দেয়। তার নামে এলাকায় একাধিক বার নারীবিষয়ক বিচারশালিস হয়েছে বলে এলাকার কমিশনার সুত্রে জানা গেছে। গণভবনে চাকরি করে বাবুল নামের একজন লোক ফোন করে ও তার বোনের মোবাইলে মেসেজ করে এক লক্ষ টৃাকা না দিলে পত্রিকায় খারাপ ছবি দিয়ে সামাজিক মর্যাদা নষ্ট করার হুমকি দেয়। বিভিন্ন লোকের সহযোগীতায় মাঝে মাঝেই রাতবিরাতে ফোন দিয়ে হুমকি ধামকি ও কর্মস্থলে ঝামেলা সৃষ্টির ভয় দেখায়। এমতাবস্থায় ক্রাইম ডায়রির বার্তা সম্পাদক ফোনে ছেলের বড় ভাইকে জানালে তিনিও একই ভাষায় কথা বলার চেষ্টা করেন। এতে বোঝা যায় এই হুমকি র পিছনে তার হাত রয়েছে।।এতে জাতীয় সাংবাদিক সংস্থা,দৈনিক কালের ছবি,দৈনিক দেশকাল ,ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন ও ক্রাইম ডায়রি পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে ক্রাইম ডায়রির বার্তা সম্পাদক থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

কোন মন্তব্য নেই: