জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

সোমবার, ২৯ জুন, ২০১৫


                                            রংপুরে পিবি আইয়ের কার্যক্রম শুরু
বিশেষ প্রতিনিধি,ক্রাইম ডায়রি, আপডেট ২৯.৬.১৫,৫.২৪ পি এমঃ
পুলিশের বিশেষায়িত শাখা হলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সদ্য এই বিশেষায়িত শাখার কার্যক্রম শুরু করেছে রংপুর জেলা পুলিশ! রংপুর আদালত সুত্রে জানা গেছে ইতোমধ্যে তারা বেশ কিছু মামলার তদন্তও শুরু করেছে। যুক্তরাষ্ট্রের এফবিআই এর আদলে গড়া বিশেষায়িত তদন্ত সংস্থা পিবিআই। কার্যক্রম শুরুর পরও এরা সুনির্দিষ্টভাবে কোন কার্যক্রম চালাতে পারছেনা শুধু সুনির্দিষ্ট নীতিমালার জন্য। খুন,ডাকাতি ও খুনসহ ডাকাতি,ধর্ষণ, অস্ত্র মামলা,বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত মামলা,সাইবার ক্রাইম,মানব পাচার,চোরাচালান ও কালোবাজারি,
অপহরণ,মুক্তিপণ ও মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ এর মামলায় সঠিক তদন্ত করবে এই সংস্থাটি। নীতিমালা বাস্তবায়ন হলে আদালতের নির্দেশ ছাড়াই পিবিআই সরাসরি এই ১০টি বিশেষ ধরনের মামলার তদন্ত করতে পারবে বলে জানা গেছে। যে কোন ব্যাক্তি প্রতিষ্ঠান উল্লেখিত যে কোন ধরনের মামলা পিবিআই কে দিয়ে তদন্ত করানোর জন্য আদালতের কাছে আবেদন করতে পারবেন। নতুন এই ইউনিটটি সকল মহলের আশা পুরন করতে পারে বলে মনে করে সুধীমহল। তারা মনে করেন ক্ষমতা পেলে অমিমাংসিত অনেক মামলার সঠিক তদন্ত হলে থলের বেড়াল বের হয়ে আসবে। সেই সাথে প্রত্যাশা পুরন হবে সাধারন জনগনের। নির্যাতিত নিপিড়ীত জনতা কিছুটা হলেও স্বস্থি পাওয়া শুরু করলেও এখনও হতাশায় আছে এই সংস্থাটি। সরকারের সুনজর,পৃষ্ঠপোষকতা ও ক্ষমতায়ন হলে সঠিক মামলা তদন্ত করে পিবিআই সবার আস্থার প্রতীকে পরিণত হতে পারে বলে অভিজ্ঞ মহল মনে করেন।


https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

কোন মন্তব্য নেই: