জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

বুধবার, ১৫ এপ্রিল, ২০১৫

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl


বগুড়ার ফুডভিলেজ খ্যাত ধনকুন্ডির  এডুকেটেড ইয়ুথ সোসাইটির উদ্যোগে ইভটিজিং ও অপরাধদমন কমিটি গঠন
শরীফা আক্তার স্বর্না,বগুড়া জেলা প্রতিনিধি,, ক্রাইম ডায়রি,১৫ ই এপ্রিল,২০১৫,আপডেট সময়: ১০ এ এম ঃ 
বগুড়ার ফুডভিলেজ খ্যাত  ঐতিহাসিক ধনকুন্ডি গ্রামের এডুকেটেড ইয়ুথসোসাইটি দীর্ঘদিন নিস্ক্রিয় থাকার পর গত শুক্রবার এক জরুরী আলোচনায় মিলিত হন  প্রতিষ্ঠানটির  উদ্দোক্তা ও প্রতিষ্ঠাকালীন সদস্যরা।প্রতিষ্ঠানটির উদ্দোক্তা বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ রমজান আলী মুক্তা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল আলীম রুবেল, মোঃ জাহিদুল ইসলাম,মোঃ রফিকুল ইসলাম,মোঃ শাহ-আলম,মোঃ অছিমুদ্দিন ফকির সহ অন্যন্য সাধারন সদস্যের উপস্থিতিতে আলোচনা সভায় বক্তারা ঐতিহ্যবাহী ধনকুন্ডী গ্রামের প্রাচীন ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রাখা সহ গ্রামকে শতভাগ নিরাপদ ও নিস্কলুস রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ গ্রামে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়,একটি আলিম মাদ্রাসা,প্রাইমারী স্কুল,ফুড ভিলেজ লিমিটেড ,বাংলাদেশ অক্সিজেন কর্পোরেশনসহ হোটেল পেন্টাগনের মত আন্তর্জাতিক মানের স্বনামধন্য প্রতিষ্ঠান। সুনামের এ ধারাকে অব্যাহত রাখতে ও দেশব্যাপী ইভটিজিংকে না বলো আন্দোলনের সুচনাকে কেন্দ্র করে এ আলোচনা সভায় বক্তারা ধনকুন্ডি গ্রামকে শতভাগ শিক্ষিত গ্রাম ঘোষনা করে বলেন, আজ থেকে ধনকুন্ডি গ্রামের যুবসমাজ ইভটিজিংকে না বলার মাধ্যমে দেশব্যাপী ইভটিজিং বিরোধী আন্দোলন শুরু হলো। সকল অন্যায়ের বিরুদ্ধে যুবশক্তিই পারে রুখে দাড়াতে। দেশ গঠনে যুব শক্তির বিকল্প নেই। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী,সুখি ও সোনার বাংলা গড়ার জন্য যুবসমাজকে দ্রুত এগিয়ে আসার আহবান জানিয়ে বক্তারা সকল প্রকার অপরাধদমনে গ্রামের ভুমিকা অগ্রগন্য বলে দাবী করেন। তাই গ্রামের সকল শিক্ষিত যুবককে নিয়ে অপরাধদমন কমিটি গঠন করে গ্রাম পর্যায়ে অপরাধ না করার প্রশিক্ষনের উপর বক্তারা জোর দেন।আলোচনা সভা শেষে গ্রাম থেকে জাতীয় অপরাধ মুক্ত সমাজ চর্চা নামক একটি কমিটি গঠন করা হয়।যাদের কাজ হবে নিজ গ্রামসহ পর্যায়ক্রমে সারাদেশের সকল গ্রামবাসীর মাঝে অপরাধ প্রবণতা হ্রাসে সহায়তা ও সচেতনতা বৃদ্ধি করা ।


কোন মন্তব্য নেই: