জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

বুধবার, ১৫ এপ্রিল, ২০১৫

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl


ওরিয়েন্টাল ব্যাংকের সাত কর্মকর্তার ১০ বছর কারাদণ্ড

আফজাল হোসেন তপন,ক্রাইম ডায়রি,১৫ ই এপ্রিল,২০১৫,আপডেট সময়: ৮ এ এম ঃ 
ভুয়া প্রতিষ্ঠানের নামে টাকা ঋণ নিয়ে Íসাতের অভিযোগে ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক কর্মকর্তার ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং কোটি ৯০ লাখ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত।
ঢাকার ২নং বিশেষ জজ হোসনে আরা বেগম সোমবার রায় ঘোষণা করে অর্থদণ্ডের টাকা ৬০ দিনের মধ্যে প্রত্যেক আসামিকে সমানুপাতিক হারে প্রদান করতে নির্দেশও দিয়েছেন।
দণ্ডিতরা হলেন, ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট শাহ মো. হারুন, সাবেক সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মাহমুদ উল্লাহ, সাবেব এভিপি ভাইস প্রেসিডেন্ট ফজলুর রহমান, সাবেক ইও ভাইস প্রেসিডেন্ট মো. তরিকুল আলম, সাবেক এসইভিপি ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন, সাবেক ইভিপি কামরুল ইসলাম সাবেক ডিজিএম ইমামুল হক। সব আসামিই পলাতক। মামলার অভিযোগে বলা হয়, ২০০৫ সালের ২৭ জুলাই মেসার্স তানভীর এজেন্সি নামে একটি ভুয়া বেনামি কোম্পানির নামে ওরিয়েন্টাল ব্যাংকের বাবুবাজার শাখায় একটি অ্যাকাউন্ট খুলে কোটি ঋণ গ্রহণের জন্য আবেদন করলে তা মঞ্জুর হলে আসামিরা তুলে নেয়। পরবর্তীতে তদন্তে ওই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব না থাকায় সুদসহ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ২৪৫ টাকা Íসাতের অভিযোগে ২০০৬ সালের ২৯ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম মতিঝিল থানায় মামলাটি করেন।
২০১৩ সালের সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। আদালত মামলাটির বিচারকালে জনের সাক্ষ্য গ্রহণ করেন।
মামলাটির দুদকের স্পেশাল পিপি কবির হোসাইন জানান, ওরিয়েন্টাল ব্যাংকের একইভাবে ৬৯৫ কোটি টাকা Íসাতের অভিযোগে ২৯টি মামলা হয়। ওই মামলাগুলোর মধ্যে ৩টি মামলায় রায় হলো।


কোন মন্তব্য নেই: