জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬



সিরাজগঞ্জে পুলিশের ফোন নিয়ে প্রতারণা,যুবক গ্রেফতার

মাসুদ রানা শান্ত,সিরাজগঞ্জ প্রতিনিধি,ক্রাইম ডায়রি ,২৫ জানুয়ারি ২০১৬, আপডেট: ৯:০৯ ,ঢাকা, www.crimediarybd.blogspot.com //www.crimediarybd.com:

সিরাজগঞ্জে উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপারের মুঠোফোনের সরকারি নম্বরের সঙ্গে মিল রেখে অন্য নম্বর দিয়ে ফোন করে প্রতারণা করার দায়ে আবদুল মমিন (৩৫) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সাহা এ দণ্ডাদেশ প্রদান করেন। এর আগে সকালে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সলঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চকপাড়ার নিজবাড়ী থেকে মমিনকে আটক করে।
পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, আটক যুবক রাজশাহী রেঞ্জের ডিআইজি ও আমার সরকারি মোবাইল নম্বরের (গ্রামীণফোন) হুবহু ডিজিটের এয়ারটেল নম্বর সংগ্রহ করে বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাদের কাছে ফোন দিয়ে প্রতারণা করছিল। বিষয়টি নজরে এলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মমিনকে আটক করা হয়।



https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

কোন মন্তব্য নেই: