জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫


সাবান দিয়ে ধোয়া যাবে ‘ডিগনো রাফরি’ হ্যান্ডসেট

মোঃ মাসুদুল হক,নাটোর জেলা প্রতিনিধি,ক্রাইম ডায়রিঃ
Decrease font Enlarge font
  তথ্যপ্রযু্ক্তিতে যোগ হলো পানি প্রতিরোধী, অভঙ্গুরসহ স্মার্টফোনের নিত্যনতুন ফিচারের সঙ্গে প্রযুক্তিপ্রেমীরা ইতোমধ্যে পরিচিত হলেও ‘কেডিডিআই অ্যান্ড কায়োসিরা’ নতুন যে ফিচারে তাদের স্মার্টফোনটি তৈরি করেছে তা প্রযুক্তিপ্রেমীদের জন্য একেবারের নতুন। সাবান দিয়ে ধোয়া সম্ভব ‘ডিগনো রাফরি’ নামে হ্যান্ডসেটটি স্মার্টফোনের জগতে নতুন মাত্র যোগ করবে। শুধু তাই নয়, ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতেও এটি পরিষ্কার করা যাবে, দাবি প্রতিষ্ঠানটির। ভেজা হাতে পর্দা অপারেটে সক্ষম ‘ডিগনো রাফরি’ শকপ্রুফও। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ভার্সনের অপারেটিং সিস্টেমে চালিত হ্যান্ডসেটটির পর্দা ৫ ইঞ্চি। দুই গিগাবাইট ৠামের ‘ডিগনো রাফরি’র প্রসেসর সর্ম্পকে কিছু জানা যায়নি। ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণক্ষমতার হ্যান্ডসেটটি বাড়ানো যাবে ১২৮ গিগাবাইট পর্যন্ত। ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরার হ্যান্ডসেটটির টকটাইম বিশ ঘণ্টা। এর ব্যাটারির ধারণক্ষমতা তিন হাজার এমএএইচ। আগামী ১১ ডিসেম্বর জাপানের বাজারে হ্যান্ডসেটটি ছাড়ছে ‘কেডিডিআই অ্যান্ড কায়োসিরা’। এর মূল্য ধরা হয়েছে বত্রিশ হাজার রুপি (এ রুপি ১.১৭ টাকা)।https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

কোন মন্তব্য নেই: