জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫

নির্বাচনি আমেজে সারাদেশ

ক্রাইম ডায়রি নিউজ ডেস্ক,২৫/১১/১৫ ইং,ঢাকাঃ
 সারাদেশের ২৩৬ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে (চলতি বছর) আগামী ৩০ ডিসেম্বর।এ উপলক্ষে  নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করেছে গতকাল।
এজন্য ২৩ নভেম্বর রাত হতেই মনোনয়নপত্র ছাপানো শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার মধ্যে বিজিপ্রেস থেকে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশনাও দেওয়া হয়েছে, এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে দেওয়া হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাকে।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় এ নির্বাচন হচ্ছে। মেয়র পদে দলীয় প্রতীকে ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচন সবচেয়ে কম সময়ের মধ্যে সম্পন্ন করতে যাচ্ছে ইসি। এতে মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ৯ দিন, বাছাইয়ের জন্য ১ দিন, আপিল দায়েরের জন্য ৩ দিন, আপিল নিষ্পত্তির জন্য ৪ দিন, প্রার্থিতা প্রত্যাহারে ১ দিন ও প্রচারণার জন্য ১৫ দিন বেঁধে দেওয়া হবে।
১ মেয়র, ৯ কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৩০৬৮টি পদে নির্বাচন হবে। তিনটি পদের জন্য তিন রঙের ব্যালট পেপার থাকবে। মেয়র পদে নিবন্ধিত ৪০ দলই দলীয়ভাবে অংশ নিতে সুযোগ পাবে। তবে প্রার্থী মনোনয়নকারীর নাম তফসিলের ৫ দিনের মধ্যে জানাতে বিধান করা হয়েছে। অন্যদিকে, স্বতন্ত্রপ্রার্থীর ১০০ ভোটারের সমর্থন প্রয়োজন, ইসির একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

কোন মন্তব্য নেই: