জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫


মিয়ানমারে ভয়াবহ ভুমিধ্বস,নিহত ১০০ ছাড়িয়েছে

ক্রাইম ডায়রি আন্তর্জাতিক ডেস্ক,২৫/১১/১৫,৫পি এম,ঢাকাঃ
  মিয়ানমারে উত্তরাঞ্চলে ভয়াবহ খনি ধসের ঘটনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সরকারি হিসেব অনুযায়ী ভূমিধসে এখন পর্যন্ত ১০৪ জন মারা গেছে বলে জানিয়েছে গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার।
উদ্ধার কাজে অংশগ্রহণকারী কমিউনিটি গ্রুপ কাচিন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেক্রেটারি দাশি নাউ লন বলেন, উদ্ধার অভিযান চলছে এবং আমরা এখনো মৃতদেহ সংগ্রহ করছি। এখন পর্যন্ত শতাধিক মৃতদেহের সন্ধান পেয়েছি।
রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বলেছে, দুর্ঘটনার পর এখরো আরো অনেক লোক নিখোঁজ রয়েছেন।
প্রত্যন্ত শহর পাকান্তে শনিবার খনিটির বর্জ্যের স্তূপ ধসে পড়ে। কর্তৃপক্ষ মাটির নিচ থেকে বিপুলসংখ্যক মৃতদেহ উদ্ধার করেছে। এই ধসের ঘটনায় যারা মারা গেছে তাদের অধিকাংশই অস্থায়ী কর্মী বলে ধারণা করা হচ্ছে। দারিদ্র্যের নির্মম কষাঘাত থেকে মুক্তি পাবার আশায় এরা ফেলে দেয়া খনি বর্জ্যের স্তূপে তল্লাশি চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে।
দুর্গম ও অনগ্রসর ঐ এলাকায় সাম্প্রতিককালে এটাই সবচেয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা।
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

কোন মন্তব্য নেই: