জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

শেরপুর থানার আইনশৃংখলা পরিস্থিতি পুরো প্রশাসনের নিয়ন্ত্রণে


ক্রাইম ডায়রি হাতে শেরপুর থানার ওসি খান মোঃ এরফান,শেরপুর প্রতিনিধি জাকির হোসেন রণি ও সংবাদদাতা শাহাদাৎ হোসেন। ছবিঃ ক্রাইম ডায়রি
জাকির হোসেন রণি ও শাহাদৎ হোসেনঃ
উত্তরাঞ্চলের প্রবেশ দ্বার বগুড়া-৫ আসনের শেরপুর থানার আইন শৃংখলা পরিস্থিতি অন্য যে কোন সময়ের চেয়ে এখন পুরোপুরি পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রনে বলে বলেছেন শেরপুর থানা অফিসার ইনচার্জ খান মোঃ এরফান। ক্রাইম ডায়রিকে এক একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, মাদকের সাথে কোন আপস নয়। যুব সমাজকে বাঁচাতে হলে মাদক ধ্বংসের কোন বিকল্প নেই। এছাড়া থানা এলাকার কোথায়ও চুড়ি ডাকাতি কিংবা কোন সন্ত্রাসী কর্মকান্ড হচ্ছেনা। ছোট খাট অপরাধ এটা নৈমিত্তিক ব্যাপার। সবাই সচেতন ও আন্তরিক হলে এগুলো সমাজ থেকে এমনিতেই চলে যায়। তিনি ক্রাইম ডায়রি.দৈনিক কালের ছবি. ও ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের উত্তরাঞ্চলীয় কার্যালয় তার থানার ধনকুন্ডীতে দেওয়ার জন্য ক্রাইম ডায়রি কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানান। পুলিশ সাংবাদিক বন্ধুত্ব ও একত্রে কাজ করার মানসিকতা নিয়ে তিনি সকল সাংবাদিককে দেশ সেবায় মনোযোগী হয়ে বস্তুনিষ্ট ও সঠিক সংবাদ পরিবেশনের আহবান জানান।
ক্রাইম ডায়রি/ব্লগসাইট/২৮.১১.১৭ইং




https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

কোন মন্তব্য নেই: