শরীফা আক্তার স্বর্না,ষ্টাফ ‍রিপোর্টারঃ         
  ্কুড়িগ্রাম জেলার ডিসি জনাব খান মোহাম্মদ নুরুল আমিন ফেসবুক সংবাদের ভিত্তিতে প্রশাসনের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ করেছেন। ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এ মাধ্যমকে মূল্যায়ন করে   একটি অপরাধ বন্ধ করায় পুরো বিশ্ব শুধু হতবাকই নয়, বাহবা জানিয়েছে তাকে। জানা গেছে, কুড়িগ্রাম জেলার কাঠালবাড়ি এলাকার মাদ্রাসা সংলগ্ন মোকসেদুল ইসলাম তার মেয়েকে জান্নাতি অরফে ফেরদৌসিকে বিয়ের উদ্যেগ নিলে স্থানীয় সচেতন ব্যাক্তি মিজানুর রহমান সংবাদটি আগে কুড়িগ্রাম জেলার প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমিনের দৃষ্টিতে আনেন। এজন্য তিনি ফেসবুককে ব্যবহার করেন। সম্মানিত জেলা প্রশাসক মহোদয় এই খবরের ভিত্তিতে থানা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে আদেশ দিলে তাৎক্ষনিকভাবে প্রশাসন এ বিয়ে বন্ধ করার উদ্যোগ  নেন।  এহেন কাজে জড়িত থাকার অপরাধে কাজি সমিতির সভাপতি হাবিবুর রহমান অভিযুক্ত প্রমানিত হলে তার কাজির লাইসেন্স বাতিল করারও আদেশ দেন এই সাহসী প্রশাসক। উল্লেখ্য যে খান মোহাম্মদ নুরুল আমিন  সামাজি ক ও উন্নয়নমূলক কার্যক্রম এর মাধ্যমে দেশ গঠনে অবদান রেখে চলেছেন।
ক্রাইম ডায়রি/জেলা/ক্রাইম