জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬



প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলছাত্রীর ওপর হামলা

রাজু ,ঝালকাঠি সংবাদদাতা ,ক্রাইম ডায়রি ,২৫ জানুয়ারি ২০১৬, আপডেট: ৯:২৬ ,ঢাকা, www.crimediarybd.blogspot.com //www.crimediarybd.com:


প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারধর করেছে বখাটেরা। গতকাল রোববার দুপুরে রাজাপুরের আদাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় ওই স্কুলছাত্রীকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত স্কুলছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীর প্রতিবেশী বখাটে সাইফুল ইসলাম তাকে উত্ত্যক্ত করছিল। সাইফুল প্রেমের প্রস্তাব দিলে ওই ছাত্রী তা প্রত্যাখ্যান করে। রোববার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সাইফুল ও তার দুই সহযোগী জুয়েল হাওলাদার ও জুয়েল হোসেন পথ আটকে স্কুলছাত্রীকে মারধর শুরু করে। একপর্যায়ে ওই স্কুলছাত্রী অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়। বিকেলে ছাত্রীর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, স্কুলছাত্রীর কানে ও মাথায় আঘাত করা হয়েছে। তবে সে শারীরিক আঘাতের চেয়েও মানসিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা একটি মামলা করেছেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

ডি এম পির রামপুরা থানা পুলিশের সাফল্য,০২ খুনী গ্রেফতার

শাহাদাত হোসেন রিটন ,ক্রাইম ডায়রি ,২৫ জানুয়ারি ২০১৬, আপডেট: ৯:২৯ ,ঢাকা, www.crimediarybd.blogspot.com //www.crimediarybd.com:
রাজধানীর রামপুরা এলাকায় গৃহকর্তা ও গৃহকর্তীর নির্যাতনে প্রাণ হারান মুন্নী নামের একজন গৃহকর্মী। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় , গৃহকর্মী মুন্নী রামপুরা থানাধীন বনশ্রীর বাসা-৩৫, রোড-৪, ব্লক-ডি, ঠিকানার বাসায় দীর্ঘদিন যাবৎ ঝিয়ের কাজ করে আসছিল । গত ২৪/০১/২০১৬ তারিখ মুন্নীর মা নজিবা বেগম মোবাইল ফোনে তার মেয়ে মুন্নীর মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকায় আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মেয়ে মুন্নীর লাশ সনাক্ত করেন। এরপর তিনি মুন্নীর গৃহকর্তাকে মৃত্যুর কারন জিজ্ঞেস করলে তারা বিষয়টি এড়িয়ে যেতে চেষ্টা করেন। তখন তিনি আশপাশের বাসিন্দা ও দোকানীদের নিকট হতে জানতে পারেন , গত ৫/৭ দিন থেকে গৃহকর্ত্রী নাজমুন নাহার হাসনা ও গৃহকর্তা আবু ইউসুফ তার মেয়েকে শারিরিকভাবে নির্যাতন করে আসছিল।তার মেয়ে মুন্নী চিৎকার তারা শুনেছে এবং মুন্নী সুযোগ পেলেই জানালা দিয়ে ইশারা করে কখনও পাশের বাসিন্দাদের নিকট ও স্থানীয় দোকানদারের নিকট তার নির্যাতনের কথা কথায় কথায় বলেছিল। এরপর মুন্নীর লাশ পাওয়া যায়। মুন্নীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে রামপুরা থানার বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে কাজের মেয়ে হত্যাকারী ২ জন কে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম গৃহকর্ত্রী নাজমুন নাহার হাসনা ও গৃহকর্তা আবু ইউসুফ।
রামপুরা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl



মোবাইল ফোনে প্রতারণাকারী ওয়েলকাম পার্টির ১ সদস্য গ্রেফতার

আফজাল হোসেন তপন ,ক্রাইম ডায়রি ,২৫ জানুয়ারি ২০১৬, আপডেট: ৯:৪৫ ,ঢাকা, www.crimediarybd.blogspot.com //www.crimediarybd.com:
মোবাইল ফোনে মিথ্যা মোবাইল ফোন অপারেটর কোম্পানীর পরিচয় দিয়ে লটারী পেয়েছেন বলে অবলা এবং সরল মানুষের পকেট হতে টাকা হাতিয়ে নেয়া চক্রের হোতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডি এম পি মিডিয়া সুত্রে জানা গেছে,ডিসি (ডিবি-পূর্ব) মোঃ মাহবুব আলম পিপিএম এর নির্দেশনায়, এডিসি এ এইচ এম আবদুর রকিব পিপিএম এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন রহমান কমপ্লেক্স এ অভিযান পরিচালনা করে মোবাইল ফোনে প্রতারণাকারী ওয়েলকাম পার্টির অন্যতম হোতা মোঃ শিপন মোল্লাকে গ্রেফতার করে ডিবি পুলিশের এই দলটি । বিভিন্ন সময় পত্রিকায় এ জাতীয় সংবাদ পুলিশের দৃষ্টি গোচর হলে জনগণের বন্ধু পুলিশ সাধারন মানুষকে এ প্রতারণা থেকে মুক্তিদিতে বদ্ধপরিকর হয়ে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের পুলিশের চৌকস কর্মকর্তাদের এই দলটি একটি লিংক ধরে নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃতের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত এজেন্ট মোবাইল ও ডেইলী ট্রানজেকশন রেজিস্টার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি চক্রের মাধ্যমে এ কাজ পরিচালনা করে। তারা পরষ্পর যোগসাজসে মিথ্যা পরিচয় দিয়ে মোবাইল ফোনে প্রতারণা মূলকভাবে মিথ্যা লটারীর তথ্য প্রদান করে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অর্থ আত্মসাৎ করে থাকে।
উল্লেখ্য, জনৈক মিসেস মনোয়ারা ভূইয়া’র নিকট থেকে মোবাইলে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময়ে প্রায় ৬,০৯,০০০/-টাকা আত্মসাৎ করেছে। এ সংক্রান্তে রাজধানী ঢাকার ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রতারণার সাথে জড়িত অপর প্রতারকদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl


সিরাজগঞ্জে পুলিশের ফোন নিয়ে প্রতারণা,যুবক গ্রেফতার

মাসুদ রানা শান্ত,সিরাজগঞ্জ প্রতিনিধি,ক্রাইম ডায়রি ,২৫ জানুয়ারি ২০১৬, আপডেট: ৯:০৯ ,ঢাকা, www.crimediarybd.blogspot.com //www.crimediarybd.com:

সিরাজগঞ্জে উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপারের মুঠোফোনের সরকারি নম্বরের সঙ্গে মিল রেখে অন্য নম্বর দিয়ে ফোন করে প্রতারণা করার দায়ে আবদুল মমিন (৩৫) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সাহা এ দণ্ডাদেশ প্রদান করেন। এর আগে সকালে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সলঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চকপাড়ার নিজবাড়ী থেকে মমিনকে আটক করে।
পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, আটক যুবক রাজশাহী রেঞ্জের ডিআইজি ও আমার সরকারি মোবাইল নম্বরের (গ্রামীণফোন) হুবহু ডিজিটের এয়ারটেল নম্বর সংগ্রহ করে বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাদের কাছে ফোন দিয়ে প্রতারণা করছিল। বিষয়টি নজরে এলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মমিনকে আটক করা হয়।



https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl