জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

 নেত্রকোনায় সাংবাদিক হত্যাঃ 

জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দাজ্ঞাপন ও দ্রুত বিচার দাবী  

 শরীফা আক্তার স্বর্না ,ষ্টাফ রিপোর্টার,ক্রাইম ডায়রি,২৭/২/১৬,আপডেট ১০.২৫পি এম, www.crimediarybd.blogspot.com//www.crimediarybd.com: নেত্রকোনার আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় মুশফিকুর রহমান তুহিন (৩৮) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
তুহিন সাপ্তাহিক ‘অপরাধজগত’-এর নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী তুহিনের বাড়িতে হামলা চালায়। তাদের আঘাতে আহত তুহিনকে গুরুতর অবস্থায় বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, আসামিদের পরিচয় জানা যায়নি। হত্যার ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে সাংবাদিক হত্যার কারনে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্হার সম্মানিত সভাপতি ও সাংবাদিকদের অধিকার আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্ব মুহম্মদ আলতাফ হোসেন,দফতর সচিব মোঃ হেলাল উদ্দিন,অর্থ সচিব শাহাদাত হোসেন রিটন,যুগ্ম মহাসচিব কাজি সিরাজ,ক্রাইম ডায়রি বার্তা সম্পাদক ও জাতীয় গোয়েন্দা সাংবাদিক ইউনিটির মহাসচিব জনাব আতিকুল্লাহ আরেফিন রাসেল প্রমুখ । এক আলোচনা সভায় বক্তারা নেত্রকোনার আটপাড়ার নিহত সাংবাদিক মুশফিকুর রহমান তুহিনের মৃত্যুতে গভীর শোক ও দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।


https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

কোন মন্তব্য নেই: