জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬



ময়মনসিংহে চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

 শরীফা আক্তার স্বর্না ,ষ্টাফ রিপোর্টার,ক্রাইম ডায়রি,২৭/২/১৬,আপডেট ১০.২৫পি এম, www.crimediarybd.blogspot.com//www.crimediarybd.com:


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল আহাম্মেদকে ঘুমের মধ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা আজ শনিবার ভোররাতে সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের নিজ বাড়িতে ঘটনা ঘটে
আহত চেয়ারম্যান দুলালকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
ঘটনায় দুলালের তৃতীয় স্ত্রী সুরমীর নাহার সুমী বাদী হয়ে দুলালের দুই ভাই কাজল কাঞ্চন এবং তাঁর ছেলে উজ্জ্বলের নামে গৌরীপুর থানায় মামলা করেছেন
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ মামলার এজাহারের বরাত দিয়ে জানান, সোনাকান্দি গ্রামে নিজ বাড়িতে নিজ ঘরে ইউপি চেয়ারম্যান দুলাল আহাম্মেদ ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে তাঁর দুই ভাই ছেলে মিলে তাঁকে কুপিয়ে আহত করে। পরে দুপুরে তাঁর তৃতীয় স্ত্রী তাঁদের বিরুদ্ধে মামলা করেন

অন্যদিকে স্থানীয় লোকজন সাংবাদিকরা জানান, দুলালের তৃতীয় স্ত্রী সুরমির নাহার সুমী বেশ কিছুদিন আগে গৌরীপুর থানা পুলিশের হাতে ইয়াবাসহ আটক হন ঘটনার পর চেয়ারম্যান দুলাল তাঁকে আদালতের মাধ্যমে তালাক দেন এতে ক্ষিপ্ত হয়ে স্বামীকে হত্যার উদ্দেশে কুপিয়ে আহত করেন তিনি দুলালের ভাই ছেলেকে ফাঁসাতে মামলায় জড়িয়েছেন
গৌরীপুর থানার সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান বলেন, সুমি ইয়াবা ব্যবসা করতেন চেয়ারম্যানের সহায়তায়। পারিবারিক কলহের কারণে দুলাল আক্রান্ত হয়েছেন


https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

 নেত্রকোনায় সাংবাদিক হত্যাঃ 

জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দাজ্ঞাপন ও দ্রুত বিচার দাবী  

 শরীফা আক্তার স্বর্না ,ষ্টাফ রিপোর্টার,ক্রাইম ডায়রি,২৭/২/১৬,আপডেট ১০.২৫পি এম, www.crimediarybd.blogspot.com//www.crimediarybd.com: নেত্রকোনার আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় মুশফিকুর রহমান তুহিন (৩৮) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
তুহিন সাপ্তাহিক ‘অপরাধজগত’-এর নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী তুহিনের বাড়িতে হামলা চালায়। তাদের আঘাতে আহত তুহিনকে গুরুতর অবস্থায় বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, আসামিদের পরিচয় জানা যায়নি। হত্যার ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে সাংবাদিক হত্যার কারনে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্হার সম্মানিত সভাপতি ও সাংবাদিকদের অধিকার আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্ব মুহম্মদ আলতাফ হোসেন,দফতর সচিব মোঃ হেলাল উদ্দিন,অর্থ সচিব শাহাদাত হোসেন রিটন,যুগ্ম মহাসচিব কাজি সিরাজ,ক্রাইম ডায়রি বার্তা সম্পাদক ও জাতীয় গোয়েন্দা সাংবাদিক ইউনিটির মহাসচিব জনাব আতিকুল্লাহ আরেফিন রাসেল প্রমুখ । এক আলোচনা সভায় বক্তারা নেত্রকোনার আটপাড়ার নিহত সাংবাদিক মুশফিকুর রহমান তুহিনের মৃত্যুতে গভীর শোক ও দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।


https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬



এ বর্বরতার শেষ কোথায়? 

শিশু সোলায়মান হত্যার নিষ্ঠুর হত্যাকারী নির্মল দাস গ্রেফতার

কাজি সিরাজ ,ক্রাইম ডায়রি ,১৭ ফেব্রুয়ারী,২০১৬, আপডেট: ৯:৪৫ ,ঢাকা, www.crimediarybd.blogspot.com //www.crimediarybd.com:

বর্বরতার দিক দিয়ে আইয়ামে জাহেলিয়াতকেও ছাড়িয়ে গেল বাংলাদেশে মানবতা। ইদানিং কালে শিশু হত্যার বিষয়টি সেদিকেই ইঙ্গিত বহন করে। এনজিও থেকে নেওয়া ঋণের টাকার জামিনদার না হওয়ায় জেলার ভাঙারি ব্যবসায়ী মোকাররমের শিশুপুত্র সোলায়মানকে (৪) হত্যা করেছেন প্রতিবেশী সেলুন মালিক নির্মল রবিদাস।
গ্রেফতার হওয়া নির্মল রবিদাস (৩০) র‌্যাব-১-এর কাছে এ স্বীকারোক্তি দিয়েছেন। রবিদাস নেত্রকোনার রামচরণ দাসের ছেলে এবং গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকার ‘ঈশিতা হেয়ার কাটিং’ সেলুনের মালিক।
মঙ্গলবার রাতে র‌্যাব-১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিদাস কিছুদিন আগে একটি এনজিও থেকে ঋণ নিতে চেয়েছিলেন এবং এই ঋণের জামিনদার হতে মোকাররমকে অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি জামিনদার না হওয়ায় তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হন।
এরই পরিপ্রেক্ষিতে গত শনিবার বিকেলে মোকাররমের শিশুপুত্র সোলায়মান তার দোকানে এলে নির্মল দোকানের শাটার বন্ধ করে দেন এবং শিশুটিকে গলা টিপে হত্যা করেন। এরপর লাশ পুরোনো কাপড় দিয়ে পেঁচিয়ে বাজারের ব্যাগে ঢুকিয়ে রিকশাযোগে কোনাবাড়ী যান। এরপর রিকশা বদল করে আরেকটি রিকশায় উঠে কাশিমপুর এলাকার সুরাবাড়ি (ডিবিএল গ্রুপের নির্মাণাধীন কারখানার নিকট) বাঁশঝাড়ের ভেতর ফেলে দিয়ে চলে আসেন।
এদিকে সোমবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের সুরাবাড়ি এলাকার বাঁশঝাড় থেকে শিশুর লাশ উদ্ধার করে জয়দেবপুর থানা-পুলিশ। রাতে শিশুর স্বজনরা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে শিশুটির লাশ শনাক্ত করেন।
সোলায়মানের হত্যাকারীকে ধরার জন্য ব্যাপক কার্যক্রম শুরু করে র‌্যাব। মঙ্গলবার ভোরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে আউটপাড়া এলাকার ঈশিতা হেয়ার কাটিং সেলুনের মালিক নির্মল রবিদাসকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে নির্মল সোলায়মানকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেন।
প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা আউটপাড়া এলাকার ভাঙারি ব্যবসায়ী মোকাররমের একমাত্র ছেলে সোলায়মান গত শনিবার বিকেলে দোকানের উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে মোকাররম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। ওই রাতে তার মোবাইলে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে তার শিশুকে মেরে ফেলবে বলে হুমকি দেন। পরে এ ব্যাপারে মোকাররম জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি এবং র‌্যাব-১, উত্তরা, ঢাকায় একটি অভিযোগ করেন।
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl,www.crimediarybd.com