জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫


সাবান দিয়ে ধোয়া যাবে ‘ডিগনো রাফরি’ হ্যান্ডসেট

মোঃ মাসুদুল হক,নাটোর জেলা প্রতিনিধি,ক্রাইম ডায়রিঃ
Decrease font Enlarge font
  তথ্যপ্রযু্ক্তিতে যোগ হলো পানি প্রতিরোধী, অভঙ্গুরসহ স্মার্টফোনের নিত্যনতুন ফিচারের সঙ্গে প্রযুক্তিপ্রেমীরা ইতোমধ্যে পরিচিত হলেও ‘কেডিডিআই অ্যান্ড কায়োসিরা’ নতুন যে ফিচারে তাদের স্মার্টফোনটি তৈরি করেছে তা প্রযুক্তিপ্রেমীদের জন্য একেবারের নতুন। সাবান দিয়ে ধোয়া সম্ভব ‘ডিগনো রাফরি’ নামে হ্যান্ডসেটটি স্মার্টফোনের জগতে নতুন মাত্র যোগ করবে। শুধু তাই নয়, ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতেও এটি পরিষ্কার করা যাবে, দাবি প্রতিষ্ঠানটির। ভেজা হাতে পর্দা অপারেটে সক্ষম ‘ডিগনো রাফরি’ শকপ্রুফও। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ভার্সনের অপারেটিং সিস্টেমে চালিত হ্যান্ডসেটটির পর্দা ৫ ইঞ্চি। দুই গিগাবাইট ৠামের ‘ডিগনো রাফরি’র প্রসেসর সর্ম্পকে কিছু জানা যায়নি। ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণক্ষমতার হ্যান্ডসেটটি বাড়ানো যাবে ১২৮ গিগাবাইট পর্যন্ত। ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরার হ্যান্ডসেটটির টকটাইম বিশ ঘণ্টা। এর ব্যাটারির ধারণক্ষমতা তিন হাজার এমএএইচ। আগামী ১১ ডিসেম্বর জাপানের বাজারে হ্যান্ডসেটটি ছাড়ছে ‘কেডিডিআই অ্যান্ড কায়োসিরা’। এর মূল্য ধরা হয়েছে বত্রিশ হাজার রুপি (এ রুপি ১.১৭ টাকা)।https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

রাজশাহী মহানগর আ’লীগের প‍ূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ড.ফজলুল করিম রিগ্যান,রাজশাহী জেলা প্রতিনিধি,ক্রাইম ডায়রিঃ

Decrease font Enlarge font
জাতীয় সম্মেলনের প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলো রাজশাহী মহানগর আওয়ামী লীগ।শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ২১ সদস্যের উপদেষ্টা মণ্ডলীর নামও ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় দলের সভানেত্রীর অনুমোদিত প‍ূর্ণাঙ্গ কার্যনিবাহী কমিটি উপদেষ্টাদের নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেন দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে পরিচিতি সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর সাইদুর রহমান খান, রাজশাহী নাগরিক কমিটির সভাপতি ভাষা সৈনিক আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।এর আগে গত বছরের ২৫ আক্টোরব সম্মেলনে সভাপতি পদে এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক পদে ডাবলু সরকার নির্বাচিত হন। পরবর্তীতে নতুন সভাপতি-সাধারণ সম্পাদক ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিসহ ২১ সদস্যের উপদেষ্টার তালিকা অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান। পরে কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।গত ২৬ নভেম্বর অনুমোদিত কমিটিসহ দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে চিঠি ইস্যু করেন।কার্যনির্বাহী কমিটিতে দুই নারীনেত্রী শাহীন আকতার রেনী ও নিঘাত পারভীনসহ ৯ জনকে সহ-সভাপতি করা হয়েছে। অন্য সহসভাপতিরা হলেন, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, আলহাজ্ব রফিক উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা নওশের আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সৈয়দ শাহদত হোসেন ও অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও আলহাজ্ব মাহফুজুল আলম লোটন।যুগ্ম সম্পাদক হয়েছেন মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম বাবুল ও নাঈমুল হুদা রানা। সাংগঠনিক সম্পাদক হলেন- আজিজুল আলম বেন্টু, আসাদুজ্জামান আজাদ ও অ্যাডভোকেট আসলাম সরকার। এছাড়াও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকে মোসাব্বিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক জহির উদ্দিন তেতু, তথ্য ও গবেষণা সম্পাদক সাইদুর রহমান রেন্টু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, দফতর সম্পাদক মাহবুবুল আলম বুলবুল, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক প্রভাষক কামরুজ্জামান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নকিবুল ইসলাম নবাব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব ওয়াহেদুন্নবী অনু, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা, যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিদ্ধার্থ শংকর, শিল্প ও বাণিজ্য সম্পাদক এএসএম ওমর শরীফ রাজীব, শ্রম সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামার উল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্য বিষয়ক সম্পাদক ডা. ফ. ম. আ. জাহিদ, উপ-দফতর সম্পাদক শফিকুল ইসলাম দোলান, উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, কোষাধ্যক্ষ শামসুজ্জামান খান আওয়াল। এছাড়া ৩৪ জন নির্বাহী সদস্য হলেন, অ্যাডভোকেট মোজ্জাফফর হোসেন, আরিফা বেগম, শরিফুল ইসলাম বাবু, এহসানুল হক পিন্টু, নফিকুল ইসলাম সেন্টু, ডা. তবিবুর রহমান শেখ, মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, হাফিজুর রহমান বাবু, আখতারুল আলম, আতিকুর রহমান কালু, আব্দুস সালাম, নজরুল ইসলাম তোতা, আব্দুল রউফ, হাবিবুর রহমান বাবু, আলহাজ্ব শাফিকুজ্জোহা, এনামুল হক কলিন্স, কামরুজ্জামান কামরু, এ কে এম রাশেদুল হাসান টুলু, নিযাম উল আযীম, মোখলেসুর রহমান খালিল, সিরাজুল ইসলাম, আব্দুল হামিদ টেকন, আইরিন পারভীন, অ্যাভোকেট শামসুন্নাহার মুক্তি, মকিতুজ্জামান জুরাত, মোসফিকুর রহমান হাসনাত, আফসার আলী মাস্টার, রবিউল ইসলাম রবি, এবিএম হাবিবুল্লাহ ডলার, মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, আল মামুন, বেলাল হোসেন, ডা: এটিএম শফিকুর রহমান ও খাজা আহম্মেদ।কমিটির উপদেষ্টারা হলেন- প্রফেসর মুহ. কায়েস উদ্দিন, প্রফেসর ড. ওয়াজেদ আলী, অ্যাডভোকেট জিল্লুর রহমান, কাজী জিয়ারত হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরী, প্রফেসর নুরুল আলম, প্রফেসর গোলাম কবির, অধ্যাপক রাশেদা খালেক, প্রকৌশলী তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, প্রশান্ত কুমার সাহা, মঞ্জুশ্রী রায়, প্রকৌশলী লৎফর রহমান খোকন, অধ্যাপক ডা. এস আর তরফদার, নুরুল হুদা সরকার, ওবাইদুর রহমান, আলতাব উদ্দিন চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ ভুলু, আবেদা রায়হান বুলি ও মনিরুল ইসলাম।অনুষ্ঠান শেষে মহানগর আওয়ামী লীগের নব-গঠিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যের নাম ঘোষণা করা হয়। পরে তাদের একটি করে চাদর ও বঙ্গবন্ধুর জীবনী সম্বলিত বই উপহার দেওয়া হয়।

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

 আগামী ২রা জানুয়ারি ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার সম্মেলন

শাহাদাত হোসেন রিটন, বিএনএস:
জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের এক সভা ২৮শে নভেম্বর ঢাকার গুলিস্তান ভবনে অনুষ্ঠিত হয়। সংস্থার সভপতি মুহম্মদ আলতাফ হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় আগামী ২রা জানুয়ারি ২০১৬ শনিবার বেলা ২টায় ১৭তম দ্বিবার্ষিক সাধারণ পরিষদ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া  সংস্থার গঠনতন্ত্রের কয়েকটি সংশোধনী ও সভাপতি ঘোষিত নির্বাচনী তফশিল অনুমোদন করা হয়। সভায় উপস্থিত স্থায়ী পরিষদ সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে বক্তব্য পেশ করেন  গনি মিয়া বাবুল, সামসুল আলম জুলফিকার, নূরুজ্জামান প্রধান, বাবু রতন কুমার রায়, শাহজাহান মোল্লা, আলতাফ হোসেন ,সাজ্জাদুল কবির ও আবুল বাসার মজুমদার। পর্য বেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সচিব শাহাদাত হোসেন রিটন, বিদেশ সচিব আবু হানিফ খান, সাধারণ পরিষদ সদস্য মো. লুৎফর রহমান, নাটোরের  বাগাতিপাড়া উপজেলা সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তপু।
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl