আরিফুল ইসলাম কাইয়্যুমঃ
মিরপুর পীরের বাগ এলাকায় ইদানিং কালে ছিচকে চুরির পরিমান আশংকাজনক হারে বেড়ে গেছে। আজ ০৭/১২/২০১৭ইং তারিখ আনুমানিক ভোর ৫ ঘটিকার দিকে ক্রাইম ডায়রির সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ আরেফিন রাসেলের বাসা ১৩০/২,দক্ষিণপীরেরবাগের মরহুম ডাক্তার আলম খানের বাসার(তুহিনদের বাসা) দ্বিতীয় তলার পশ্চিম পাশের কাঁচের বন্ধ জানালা কৌশলে খুলে চার্জার লাগানো অবস্থা হতে নিউজের কাজে ব্যবহৃত গুরুত্বপুর্ন ট্যাব সি-৯৬ টি চুরি হয়। ট্যাবটি পিসির মতো কাজ করত। চুরি অবস্থায় ট্যাবে গুগল মোবাইল লষ্ট অপশন, জি মেইল, ম্যাসেঞ্জার ও আমার ফেসবুক পেইজ অটোমেটিক চালু ছিল এবং ট্যাবটি চালু থাকলে এগুলো অটো চালু ছিল। এছাড়া ট্যাবে দুইটি সিম চালু ছিল। একটি হলোঃ ০১৮২৭-৫৩৮৬৭৪,০১৬৭৯-৮৮৫৭৫৮। ইমেইল দুটি হলোঃ ৎধংবষপৎরসবফরধৎু@মসধরষ.পড়স ্ পৎরসবফরধৎু১১@মসধরষ.পড়স /// ভধপবনড়ড়শ ্ গবংবহমবৎ : অঃরশঁষষধয অৎবভরহ জধংবষ //নেট চালু ছিল রবি নম্বরে। এছাড়া ট্যাবটিতে অনেক গুরুত্ব নিউজ ডকুমেন্ট ,ইনফরমেশন ও অফিস ডাটা ছিল যেগুলোর মাধ্যমে সহজেই যে কেউ মারাত্বক ক্ষতি ও ঝুকির মধ্যে ফেলতে পারে। এবিষয়ে আজকে থানায় জিডি করার প্রক্রিয়া চলছে। এদিকে চুরির ঘটনায় সাংবাদিক সমাজ উদ্বিগ্ন প্রকাশ করেছেন। মিরপুুর এলাকার পীরেরবাগের এই এলাকায় অসংখ্য ছিচকে চোরের বসবাস উল্লেখ করে সাংবাদিক সমাজের দাবী অতি দ্রুত মিরপুর থানা পুলিশের নিজ উদ্যেগে এই চোরদের গ্রেফতার করা হোক। সুশীল মহল মনে করছেন, এ ধরনের উদ্যেগ না নিলে যে কোন বড় ধরনের ক্ষতি হতে পারে।
ক্রাইম ডায়রি//ক্রাইম //রাজধানী