জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭



এমন শিশুই দেশের জন্য প্রয়োজনঃ ট্রেন থামানো দুই শিশুকে ইউএনও’র পুরস্কার

ডক্টর ফজলুল করিম,রাজশাহী অফিসঃ
”আমাদের দেশে সেই ছেলে হবে কবে,কথায় না বড় হয়ে কাজে বড় হবে।” হ্যা , সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এমন শিশুর সন্ধান পাওয়া গেছে। নিজের কথা না ভেবে দেশের সম্পদ ও মানুষের জীবনকে বাচিয়ে দিল বাঘার দুই বাঘের বাচ্চা শিশু। আর তাদের কাজে মুল্যায়নও করে থানা সর্বোচ্চ কর্মকর্তা।
সিগন্যাল দিয়ে তেলবাহী ট্রেনকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা সেই দুই শিশুকে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুরস্কার দিয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টায় রেল দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা দুই শিশুর হাতে স্কুল ব্যাগ, টিফিন বক্স ও শীত নিবারণের জন্য কম্বল পুরস্কার হিসেবে দিয়েছেন।

এই ঘটনায় সোমবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি দুই শিশুর লেখাপড়ার সব দায়িত্ব নিয়েছেন।

তাদের দুজনেক প্রতি মাসে এক হাজার টাকা করে নিজের অর্থায়নে বৃত্তি প্রদান ও এসএসসি পাসের পর উচ্চ শিক্ষার ব্যবস্থা গ্রহণ করবেন।
ক্রাইম ডায়রি//জেলা
pic: Crime Diary
www.crimediarybd.com
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

কোন মন্তব্য নেই: