জাকির হোসেন রণি ও শাহাদাত হোসেনঃ

নিম্মপদস্থ কর্মকর্তাদের  কেউ যদি পদক পায় তবে তা মিডিয়ায় কখনও ফলাও করে প্রচার হয়না। ওরা যে পারে তা যদি ওদের উৎসাহ দিয়ে বলা হয় তবে তারাও যে বড় ভুমিকা রাখতে পারে সে ব্যাপারে েএখন মিডিয়া বোদ্ধাদের সময় বোঝার সময় এসেছে। পুলিশ যদি পদক পায় তবে বুঝতে হবে আর দশের চেয়ে তার কাজের মান ভাল বৈ কম নয়। এরকমই একজন পুলিশ কর্মকর্তা এ এস আই আব্দুর জব্বার। বগুড়া জেলায় আর দশজন পুলিশের চেয়ে সে কোন অংশে কম নয় তা সে প্রমাণ করতে পেরেছে। ফলশ্রুতিতে সে পেয়েছে জেলার শ্রেষ্ঠ এ এস আই পদক। বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বিপিএম তাকে এই পদক তুলে দেন। শেরপুর থানার পুলিশ শ্রেষ্ঠ পদকে ভুষিত হওয়ায় ক্রাইম ডায়রি পরিবার হতে তাকে অভিনন্দন ।
ক্রাইম ডায়রি//জেলা
 www.crimediarybd.com