জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫


বাংলাদেশ অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে

2015_11_08_14_14_39_9OBY5lIO6KFXpm5IZIQt3KplAlzliv_original 
শাহাদাত হোসেন রিটন,ক্রাইম ডায়রি,২৫/১১/১৫ ইং,ঢাকাঃ
বাংলাদেশে ক্রমশঃ উন্নত রাষ্ট্র হবার পথে এগিয়ে চলেছে। আর এতে জাতির কান্ডারি শেখ মুজিব কণ্যা প্রধানমন্ত্রী গনমাতা শেখ হাসিনার অবদান অবিস্মরনীয় ও অনস্বীকার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি, রায়ও কার্যকর করতে সক্ষম হয়েছি। যে অপরাধ তারা করেছিলেন সেই অপরাধের সীমা নেই। বিচার সম্পন্ন করতে না পারলে অভিশাপ থেকে মুক্তি হবে না, বাংলাদেশ ধীরে ধীরে অভিশাপ থেকে মুক্তি পচ্ছে বলেও মত দেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) রাতে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যে দিয়ে যারা স্বজন হারানো বেদনা নিয়ে বেঁচে আছেন, তাদের মন শান্তি পাবে। বিচার সম্পন্ন করতে না পারলে অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে না।
তিনি বলেন, বাংলাদেশ অভিশাপ থেকে আস্তে আস্তে মুক্তি পাচ্ছে। মুক্তি পচ্ছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

ডিবি পুলিশের বিশেষ সাফল্যঃ

  ইসলামিক স্টেট (আইএস) এর পক্ষে অনলাইনে প্রচারনায়  দায়ে গ্রেফতার০১ঃ

ফেসবুকে তার একাউন্ট নেম “জিহাদী জন”(Jihadi John) 

আরিফুল ইসলাম কাইয়্যুম,ষ্টাফ রিপোর্টার,২৫/১১/১৫ইং,ঢাকাঃ
ফেসবুকে প্রচার করে সাধারন জনতাকে উস্কানি দেয়া নতুন কিছু নয়। এ ব্যাপারে সরকার অত্যন্ত সোচ্চার ও যথোপযুক্ত আইন ও তার প্রয়োগ থাকা সত্বেও থেমে নেই উস্কানি মুলক অপপ্রচার। ফেসবুকে জিহাদি জন নামে আই এস এর উস্কানি মুলক প্রচারের দায়ে এবার গ্রেফতার হলো নাহিদ হাসান নামের এক ব্যাক্তি। গত ২৪/১১/১৫ তারিখ রাত ০৯.১৫ টায় “জিহাদী জন”(Jihadi John) পরিচয়ে কথিত ইসলামিক স্টেট (আইএস) এর পক্ষে অনলাইনে প্রচারের দায়ে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। ডিসি ডিবি (পশ্চিম) জনাব মোঃ সাজ্জাদুর রহমান এর নিদের্শনায়, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম পিপিএম এর তত্বাবধানে সিনিঃ সহকারী পুলিশ কমিশনার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে  তাকে বাড্ডা থানার হোসেন মার্কেট এলাকা থেকে  গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে  তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। 
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ফেসবুকে আইএস লোগোসহ ইসলামিক স্টেট-দাওলা আল  ইসলামীয়া নামে একটি পেজ খুলে কথিত আইএস এর পক্ষে বাংলায় বিভিন্ন উসকানীমূলক বক্তব্য প্রচার করে আসছিল। উক্ত পেজে সে নিজে এডমিন হিসাবে দায়িত্ব পালন করে। সে এই ফেসবুক পেজে কথিত আইএস এর নামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকান্ডের দায় স্বীকারমূলক বক্তব্যের বাংলা অনুবাদ আপলোড করে। তাছাড়া সে ফেসবুকে বিভিন্ন লেখার মাধ্যমে এই গ্রুপের অন্যান্য সদস্যদেরকে আইএস এর বিভিন্ন  কার্যক্রম সম্পর্কে  অবহিত করে। আসামী নাহিদকে জিজ্ঞাসাবাদ করে আরও জানা যায় যে, সে এর আগে “শিয়া কাফের” নামে একটি ফেসবুক পেজের এডমিন হিসাবে দায়িত্ব পালন করত যেখানে শিয়া  সম্প্রদায় সম্পর্কে বিভিন্ন উসকানীমূলক মন্তব্য প্রচার করা হতো।  এছাড়া সে “খালিদ বিন ওয়ালিদ” “জিহাদী জন” সহ আরও কয়েকটি নামে ফেসবুক আইডি খুলে Army Captain at caliphate  পরিচয়ে বিভিন্ন উসকানীমূলক বক্তব্য প্রচার করে আসছিল। 
গ্রেফতারকৃত আসামী উক্ত পেজের মাধ্যমে কথিত আইএস নামে অনলাইনে কার্যক্রম পরিচালনা করে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন সহ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য গ্রুপের অন্য সদস্যদের উৎসাহিত করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোমধ্যে বাড্ডা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
 

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

নির্বাচনি আমেজে সারাদেশ

ক্রাইম ডায়রি নিউজ ডেস্ক,২৫/১১/১৫ ইং,ঢাকাঃ
 সারাদেশের ২৩৬ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে (চলতি বছর) আগামী ৩০ ডিসেম্বর।এ উপলক্ষে  নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করেছে গতকাল।
এজন্য ২৩ নভেম্বর রাত হতেই মনোনয়নপত্র ছাপানো শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার মধ্যে বিজিপ্রেস থেকে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশনাও দেওয়া হয়েছে, এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে দেওয়া হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাকে।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় এ নির্বাচন হচ্ছে। মেয়র পদে দলীয় প্রতীকে ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচন সবচেয়ে কম সময়ের মধ্যে সম্পন্ন করতে যাচ্ছে ইসি। এতে মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ৯ দিন, বাছাইয়ের জন্য ১ দিন, আপিল দায়েরের জন্য ৩ দিন, আপিল নিষ্পত্তির জন্য ৪ দিন, প্রার্থিতা প্রত্যাহারে ১ দিন ও প্রচারণার জন্য ১৫ দিন বেঁধে দেওয়া হবে।
১ মেয়র, ৯ কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৩০৬৮টি পদে নির্বাচন হবে। তিনটি পদের জন্য তিন রঙের ব্যালট পেপার থাকবে। মেয়র পদে নিবন্ধিত ৪০ দলই দলীয়ভাবে অংশ নিতে সুযোগ পাবে। তবে প্রার্থী মনোনয়নকারীর নাম তফসিলের ৫ দিনের মধ্যে জানাতে বিধান করা হয়েছে। অন্যদিকে, স্বতন্ত্রপ্রার্থীর ১০০ ভোটারের সমর্থন প্রয়োজন, ইসির একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

মিয়ানমারে ভয়াবহ ভুমিধ্বস,নিহত ১০০ ছাড়িয়েছে

ক্রাইম ডায়রি আন্তর্জাতিক ডেস্ক,২৫/১১/১৫,৫পি এম,ঢাকাঃ
  মিয়ানমারে উত্তরাঞ্চলে ভয়াবহ খনি ধসের ঘটনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সরকারি হিসেব অনুযায়ী ভূমিধসে এখন পর্যন্ত ১০৪ জন মারা গেছে বলে জানিয়েছে গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার।
উদ্ধার কাজে অংশগ্রহণকারী কমিউনিটি গ্রুপ কাচিন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেক্রেটারি দাশি নাউ লন বলেন, উদ্ধার অভিযান চলছে এবং আমরা এখনো মৃতদেহ সংগ্রহ করছি। এখন পর্যন্ত শতাধিক মৃতদেহের সন্ধান পেয়েছি।
রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বলেছে, দুর্ঘটনার পর এখরো আরো অনেক লোক নিখোঁজ রয়েছেন।
প্রত্যন্ত শহর পাকান্তে শনিবার খনিটির বর্জ্যের স্তূপ ধসে পড়ে। কর্তৃপক্ষ মাটির নিচ থেকে বিপুলসংখ্যক মৃতদেহ উদ্ধার করেছে। এই ধসের ঘটনায় যারা মারা গেছে তাদের অধিকাংশই অস্থায়ী কর্মী বলে ধারণা করা হচ্ছে। দারিদ্র্যের নির্মম কষাঘাত থেকে মুক্তি পাবার আশায় এরা ফেলে দেয়া খনি বর্জ্যের স্তূপে তল্লাশি চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে।
দুর্গম ও অনগ্রসর ঐ এলাকায় সাম্প্রতিককালে এটাই সবচেয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা।
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

দেশবরেণ্য বুদ্ধিজীবিদের হুমকি প্রদানকারী জঙ্গি গ্রেফতার 

ক্রাইম ডায়রি নিউজ ডেস্ক,২৫/১১/১৫,৩পি এম,ঢাকাঃ 

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে দেশবরেণ্য বুদ্ধিজীবি ও শীর্ষ স্থানীয় রাজনীতিবিদ’দের মোবাইলে বিভিন্ন ধরণের অশ্লীল ও প্রাণ নাশের হুমকি’র বার্তা প্রদানকারী আনসার উল্লাহ বাংলা টিম ও কথিত আইএস দাবি করার অভিযোগে এক জঙ্গিকে গ্রেফতার করেছে ডিএমপি গোয়েন্দা ও অপরাধ তথ্য (পশ্চিম) বিভাগ। গ্রেফতারকৃতের নাম আব্দুল হক।
ডি এম পি সুত্রে জানা যায়, আসামী আব্দুল হক দীর্ঘদিন যাবৎ নিজ পরিচয় গোপন করে ১। ফাইজুর রহমান, ২। সালেহ আহম্মেদ ফোয়াদ ও ৩। মাওলানা সাদ নামে আইডি খুলে তাদের মোবাইল ফোন নাম্বার স্পুফিং এর মাধ্যমে ব্যবহার করে আসছিল। সে পরবর্তী সময়ে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের মোবাইল নাম্বার সংগ্রহ করে তাদের মোবাইলে বিভিন্ন ধরণের অশ্লীল এবং প্রাণনাশের হুমকি মূলক বার্তা প্রেরণ করে আসছিল।
  তখন ডিবি এআইজি (গোপনীয়) মোঃ মনিরুজ্জামান  পিপিএম বার ও ডিসি ডিবি (পশ্চিম) মোঃ সাজ্জাদুর রহমান এর নির্দেশনায়, এডিসি ডিবি (পশ্চিম) মোহাম্মদ সাইফুল ইসলাম পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে, সিনিয়র এসি মোঃ যায়েদ শাহরিয়ার এবং সিনিয়র এসি মোঃ আবু বক্কর এর নেতৃত্বে ডিবি, ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার্স এলআইসি ও এসএমপি, ডিবি’র যৌথ উদ্দ্যেগে অভিযান পরিচালনা করে আব্দুল হককে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত জঙ্গ ২৯/৯/১৫ তারিখে স্পুফিং প্রযুক্তি ব্যবহার করে মোবাইল নং-০১৭১২৩১৮৬৮২ হতে  মিজানুর রহমান খাঁন, যুগ্ম সম্পাদক, সম্পাদকীয় বিভাগ, প্রথম আলো’কে তার অফিসে অবস্থানকালে মোবাইল নাম্বার ০১৭১৩০৬৭৫৮৬’তে সন্ধ্যা ০৭:২০ টায় মেসেজ পাঠায়। যেখানে Stop publishing malicious reportages against the oppressed  Uyghur  Muslims, or we’ll stop your heart-beat forever  ! লেখা একটি বার্তা আসে। পরবর্তী সময়ে একই মোবাইল নাম্বার হতে সন্ধ্যা ০৭:৩০ টায় Stop reporting against Islam and Muslim’s interest, otherwise we’re here to push you down to the hell.-IS BD  লিখা আরেকটি বার্তা আসে। এই সংক্রান্তে মিজানুর রহমান খান তেজগাঁও থানায় সাধারণ ডায়েরী করেন। 
উল্লেখ্য গ্রেফতারকৃত আসামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যামিরেটাস আনিসুজ্জামান, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রফেসর মোহাম্মদ জাফর ইকবাল,  প্রথম আলো যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খাঁন, বিখ্যাত বুদ্ধিজীবি ও ইতিহাসবিদ প্রফেসর মুন্তÍসির মামুন, বুদ্ধিজীবি ও ঘাতক দালাল নির্মূল কমিটি নেতা শাহরিয়ার কবির, অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক আইন মন্ত্রী শফিক আহম্মেদ এবং সমাজের গুরুত্বপূর্ন নাগরিক, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশাজীবীদের মোবাইলে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরণের অশ্লীল ও প্রাণনাশের হুমকি’র বার্তা প্রদান করে আতংক সৃষ্টি করে দেশকে একটি বিশৃংখল পরিস্থিতির দিকে নেওয়ার চেষ্টা করে। এছাড়া আরো বিশিষ্ট ব্যক্তিদের মোবাইল নাম্বারে বিভিন্ন ধরণের অশ্লীল এবং প্রাণনাশের হুমকি মূলক বার্তা প্রেরণ করেছে। 



https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl