জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

 

এ বরবর্তার শেষ কোথায় ??

গাজিপুর, কালিয়াকৈর এলাকার নিলয়ের মা,য়ের উপর সমাজপতিদের নির্যাতনের যথাযথ বিচার চায় এলাকাবাসী !!
মোঃ ওমর ফারুক রবিন,ক্রাইম ডায়রি,২7/10/১৫ইং,ঢাকাঃ


 
বিচারপ্রার্থী ছেলের আর্তনাদ :আমরা গরীব বলে আমার মায়ের উপর সমাজপতির মধ্যযোগীয় কায়দায় এমন বর্বরোচিত নির্যাতনের বিচার কি পাবো না।সমাজে কেউকি নেই, দেশে কি আইন বলতে কিছুই নেই...গাজীপুরের কালিয়াকৈরের ছোট লতিফপুরে গার্মেন্টস কর্মী বাবা-মাকে নিয়ে আমরা বসবাস করি...আজ দুপুরে ভাত খাওয়ার সময় স্থানীয় জালাল উদ্দিন ঘরে ঢুকে চুল ধরে টেনে হিচরে মাকে বের করে বিনা দোষে নির্যাতন করে...বর্তমানে হাসপাতালে ভর্তি...
....................................
গাজীপুরের কালিয়াকৈরের ছোট লতিফপুরে গার্মেন্টস কর্মী জ্যোৎস্না বেগম (৩৫), স্বামী বুলবুল আহমেদ এবং এক ছেলে কে নিয়ে বসবাস করে আসছিলেন । স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করে দিন এনে দিন খাওয়ার মাধ্যমেই চলছিল তাদের সুখের সংসার । হঠাৎ করে সেই সুখের সংসারে অসুর হয়ে আগমন ঘটে স্থানীয় অর্থশালী ও প্রভাবশালী জালাল উদ্দিনের! চরিত্রহীন জালাল বিভিন্ন সময় জ্যোৎস্না কে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতে থাকে । জালালের কুপ্রস্তাবের কথা জ্যোৎস্না তার ভাইকে জানালে সোমবার সকালে জ্যোৎস্নার ভাই জালালকে গিয়ে তার বোনকে বিরক্ত না করতে অনুরোধ করে । এতেই বিগড়ে যায় জালাল । আজ দুপুর ২টার দিকে জ্যোৎস্না গার্মেন্টস্ থেকে টিফিন খেতে বাসায় এলে জালাল তার সাঙ্গ-পাঙ্গ সহ জ্যোৎস্না কে ঘড় থেকে চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে বাইরে বের করে লোহার রড দিয়ে বেদম পেটাতে থাকে । বাসায় জ্যোৎস্নার স্বামী না থাকায় তাকে অমানুষের মত পেটাতে থাকে জালাল ।

প্রিয় পাঠক, আমরা অসহায়দের উপর অত্যাচারের তামাশা দেখতে পছন্দ করি । বরাবরের মত এবারও ভুল করেনি কালিয়াকৈরের ছোট লতিফপুরের বাসিন্দারাও । তাদের সামনেই জালাল জ্যোৎস্না কে বিনা দোষে পেটালেও সমান্যতম বাঁধা দেয়নি তারা । এক পর্যায়ে জ্যোৎস্না মার খেয়ে অজ্ঞান হয়ে গেলে জালাল তাকে ফেলে রেখে চলে যায় । এরপর স্থানীয়দের একজন জ্যোৎস্নার স্বামীকে খবর দিলে তিনি বাসায় এসে জ্যোৎস্নাকে উদ্ধার করে কালিয়াকৈর হাসপাতালে ভর্তি করান । এখনও জ্যোৎস্নার জ্ঞান ফেরেনি বলে জানা গেছে ।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি মোঃ ওমর ফারুক জানান, এ ঘটনায় আমরা একটি মামলা গ্রহণ করেছি । আসামী কে ধরার চেষ্টা চলছে ।
সব শেষে অসহায় মা জ্যোৎস্নার ১৬ বছর বযসী পুত্র আমাদের কাছে প্রশ্ন করেছে-- আমরা গরীব বলে আমার মায়ের উপর সমাজপতির মধ্যযুগীয় কায়দায় এমন বর্বরোচিত নির্যাতনের বিচার কি পাবো না? সমাজে কেউ কি নেই! দেশে কি আইন বলতে কিছুই নেই...!
আমরা উত্তর দিয়েছি, দেশে আইন আছে, এখন গাজীপুর পুলিশ সুপারের মাধ্যমে সেটির প্রয়োগ আমরা সবাই দেখতে চাই
 ।
This news is courtesy by taza khobor and Mr. robin,picture collected from online and taza khobor

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl