জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

রবিবার, ২৪ মে, ২০১৫











https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl









https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl


















https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

বুধবার, ১৩ মে, ২০১৫

পরকীয়া প্রেমে বাধা দেয়ায় স্ত্রীকে হত্যা \ স্বামীসহ আসামী ৮ জন
ক্রাইম ডায়রি,,বরিশাল জেলা প্রতিনিধি, আপডেট সময়ঃ ১৩/৫/১৫ ইং ৩ পি এম,www.crimediarybd.blogspot.com:
পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় স্ত্রী জোছনা বাড়ৈকে হত্যার অভিযোগে স্বামীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা ৩/৪ জনকে অভিযুক্ত করা হয়। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নিহতের বাবা আগৈলঝাড়া রামানন্দের আঁক গ্রামের বাসিন্দা গৌতম বাড়ৈ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মোঃ মোস্তাফিজুর রহমান শুনানী শেষে আগৈলঝাড়া থানায় হওয়া অপমৃত্যু মামলার সাথে দায়ের করা মামলাটির তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মামলায় অভিযুক্তরা হলেন আগৈলঝাড়ার রাংতা গ্রামের বাসিন্দা স্বামী রাজু বেপারী, তার ভাই সজল বেপারী, বাবা নিরঞ্জন বেপারী, মৃত বিজেন্দ্র বেপারী ছেলে মনোহর বেপারী, বিবেক বেপারী, বিনোদ বেপারীর ছেলে দিপক বেপারী, বিবেক বেপারীর স্ত্রী মালা বেপারী, সজল বেপারীর স্ত্রী কাকলী বেপারী। আদালত সূত্র জানায়, আগৈলঝাড়ার রামানন্দের আঁক গ্রামের বাসিন্দা গৌতম বাড়ৈর মেয়ে জোছনা বাড়ৈর সাথে ৫ বছর পূর্বে রাংতা গ্রামের রাজু বেপারীর সাথে বিয়ে হয়। বিয়ের পর স্ত্রী জোছনার কাছে মালার সাথে তার স্বামী রাজু বেপারীর পরকীয়া প্রেমের সম্পর্ক ধরা পড়ে যায়। স্ত্রী রাজুর এ পরকীয়া প্রেমে বাধা দেয়। এতে রাজু তার স্ত্রী জোছনাকে প্রায়ই মারধর করে। জোছনা একথা আত্মীয় স্বজনদের জানালে রাজু ক্ষিপ্ত হয়। ঘটনার দিন গত ৬ মে রাজু তার স্ত্রী জোছনা বাড়ৈকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে জোছনা আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালায়। এ ঘটনার পর দিন আগৈলঝাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এছাড়া এ ঘটনায় গত ৭ মে আগৈলঝাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে পুলিশ।

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl